পাঁজরের হাড় গুলোকে ঝাঁঝরা করেছে কিছু রিপুর দল,
আমি তো কখনো ডাকিনি নিজে থেকে,
এসেছে ওরা নিজেই!
সকাল সন্ধ্যা ওদের সাথে বাধ্য থাকতে!
সূর্যের তাপের চেয়েও বেশি তাপ যেন ওদের গায়ে,
মন্থর গতিতে শুকিয়ে যাচ্ছে বাহিরটা,
রোজ গোপনে কাঁদে।
একসময় সুন্দর সুর ছিলো, এখন দুর্বলচিত্ত,
সুখের কুটিরে প্রদীপ জ্বলে না আর,
তেলবিহীন পলতে আপন মনে জ্বলে গেলো!
শক্তিহীন ভেবে ভুলে থাকা যায়?
প্রতিটি ঠোক্কোরে-
যে যন্ত্রণা সেটা কিভাবে হবে নিরাময়!
দিনে দিনে বেড়ে ভারি হচ্ছে রিপুর দল!