তুমি কখনও ভেবেছ কি
একটা বিশাল সাম্রাজ্য যখন হারিয়ে যায়
অথবা জীবন থেকে মুছে যায়
সেই শূন্যতা তোমার বুকে শত সহস্র
সমুদ্র ঢেউয়ের মত আছড়ে পড়বে
সেই ভার বহন করার শক্তি তোমার আছে কী না আমার জানা নেই
সেই ক্ষমতা তুমি অর্জন কর
সতত এই প্রার্থনা করে যাই
তুমি আবার সগর্বে আকাশের দিকে তাকিয়ে বলবে আমি হারতে শিখি নি
সেই অভিপ্রেত দিনটির অপেক্ষায় বসে
থাকব আমি।
Categories
বিজয়িনী : শীলা পাল।
