অনেকটা পথ পেরিয়ে এসেও কেবলই মনে হয় আর কিছুদিন থাকি
কত কিছুই রয়ে গেল বাকী
হোক খেলাঘর তবু কত স্বপ্ন দিয়ে বোনা
সুখ দুঃখের হাসি ছিল কান্না ছিল জীবনজুড়ে
কত স্মৃতি কত গান কত মায়াময় রঙীন
সময় এখনও ঘুরে ফিরে আসে চোখের সমুখে
সামনে যেতে থমকে দাঁড়াই পথে
মনে পড়ে যায় অনেক শেষ না হওয়া কাজ
এমন করে চলে গেলে রয়েই যাবে বাকী
আরও কিছু সময় না হয় থাকি
যেতে যেতে ভাবি একটু নাহয় হল পথে দেরী।
Categories
যেতে যেতে : শীলা পাল।
