সুখ-দুঃখ-আনন্দ, আরো কত কি লিখলাম-
লেখার শেষে সবটাই দেখলাম কিন্তু শেষের লাইন কটা হলো দেখা,
জানেন খুঁজে পেলাম না শেষের কয়েকটা
লাইনের মানে–
তাই না বলুন-লেখা তো শুধু মন কলমের হয়!
মন কালির যে কত কষ্ট ভাবুন,কে তা বোঝে
তার আঘাতে কতটা ক্ষত হলো কেউ কি তা জানে!
শেষের লাইন কটা লিখলাম বটে নেশার ঘোরে ভয়ে আর দেখিনি যদি ক্ষতের গভীরতা যায় বেরে!
তাই ওদের সাধিন করলাম অন্যের দৃষ্টিপাত থেকে!!
Categories