আমার ভূষণগুলি একটি একটি করে খুলে দিলাম
অভ্যস্ত হতে হবে অলঙ্কার বিহীন এক নিরাভরণ মানুষ
একটু একটু করে জীবন থেকে চাওয়া পাওয়ার বোধ বিসর্জন দিতে পারলে তবেই তো মুক্ত মনে এক পাখি হতে পারব
সামনের পথ কতটা বাকী জানা নেই
অভ্যাস গুলো রপ্ত করে
চলতে হবে
সাথী পাওয়ার কোনও প্রশ্ন নেই এসব পথে সাথী থাকে না একাই চলতে হয় চলতে হবে
সঙ্গী তোমার মন
তাকে নিয়েই এই নতুন যাত্রা।
শেষ কোথায় জানা নেই
চলতে হয় চলতে হবে।
Categories