কালপুরুষ, আমি কে? চেনো আমাকে?
আমি যন্ত্রণাতুরা, এবার চিনেছো আমাকে?
আমার হৃদয়ে সদা বসবাস এক যন্ত্রণায় কাতর নারী।
আমার চোখ দেখে বুঝতে পারবে চোখের জলের আচ্ছাদন?
আমি আছি আমার মত-
আমার চোখের আচ্ছাদন গাঢ় রাতের মত- তাকে নিয়ে আমার বসবাস।
আদি থেকে শুরু করে আজকের সভ্যত্যার উত্তরণের দিনেও ‘শব্দ’ মানুষের একান্ত এমন এক প্রিয় অনুভূতি, যা তার হয়ে কথা বলে যায় ভাষায় গাঁথুনিতে ! “মন সারস” সেই বলতে চাওয়া মানুষেগুলোর মন-আরশির সুন্দরতম আমন্ত্রণ গাঁথা..! শুভ্রের প্রকাশে “মন সারস” মুখরিত মানুষের ভাবনা প্রকাশের অবারিত খোলা এক দ্বার..!সকলের অন্তরের নিভৃত সরস্বতী পুজিত হোক তার উজ্জ্বল আলোকিত প্রকাশে..!
Contact us : monsarassahitya2020@gmail.com
©2022. news. All Rights Reserved.