আমার মনের বনে লাগালে আগুন,
একবার দেখনি তোমার মরমি চোখে?
হৃদয়টা পুড়ে হলো ভষ্যিভূত সে ব্যথা কি পারবো জানাতে লোককে।
যে প্রহার দ্বারা দণ্ডদান দিয়ে ছিলে
গাঢ় ছিলো তার ক্ষত,
কোনদিন লাগবেনা জোড়া, জ্বলন ধরবে অনবরত।।
Categories
আদি থেকে শুরু করে আজকের সভ্যত্যার উত্তরণের দিনেও ‘শব্দ’ মানুষের একান্ত এমন এক প্রিয় অনুভূতি, যা তার হয়ে কথা বলে যায় ভাষায় গাঁথুনিতে ! “মন সারস” সেই বলতে চাওয়া মানুষেগুলোর মন-আরশির সুন্দরতম আমন্ত্রণ গাঁথা..! শুভ্রের প্রকাশে “মন সারস” মুখরিত মানুষের ভাবনা প্রকাশের অবারিত খোলা এক দ্বার..!সকলের অন্তরের নিভৃত সরস্বতী পুজিত হোক তার উজ্জ্বল আলোকিত প্রকাশে..!
Contact us : monsarassahitya2020@gmail.com
©2022. news. All Rights Reserved.