Categories
রিভিউ

আজ ৫ অক্টোবর, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আজ ৫ অক্টোবর। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

দিবস—–

 

(ক) বিশ্ব শিক্ষক দিবস

১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।

ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে।

 

আজ যাদের জন্মদিন—-

১৮০৮ – ভিলহেল্ম ভাইৎলিং, জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।

উইলহেম ক্রিশ্চিয়ান ওয়েটলিং (অক্টোবর ৫, ১৮০৮ – ২৫ জানুয়ারী, ১৮৭১) ছিলেন একজন জার্মান দর্জি, উদ্ভাবক, উগ্র রাজনৈতিক কর্মী এবং কমিউনিজমের প্রথম তাত্ত্বিকদের একজন।  ওয়েটলিং মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার আগে একজন সামাজিক তাত্ত্বিক হিসাবে ইউরোপে খ্যাতি অর্জন করেছিলেন।

 

১৮২৯ – চেস্টার এ. আর্থার, মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি। 

চেস্টার অ্যালান আর্থার (অক্টোবর ৫, ১৮২৯ – 18১৮ নভেম্বর, ১৮৮৬) একজন আমেরিকান রাজনীতিবিদ ছিলেন যিনি ১৮৮১ থেকে ১৮৮৫ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ২১ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি নিউইয়র্কের একজন রিপাবলিকান আইনজীবী ছিলেন যিনি পূর্বে ২০ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। প্রেসিডেন্ট জেমস এ গারফিল্ডের অধীনে ভাইস প্রেসিডেন্ট । ১৯ সেপ্টেম্বর, ১৮৮১-এ গারফিল্ডের মৃত্যুর পর আর্থার রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন এবং ৪ মার্চ, ১৮৮৫ পর্যন্ত তাঁর অবশিষ্ট মেয়াদের দায়িত্ব পালন করেন।

 

১৮৬৪ – লুই ল্যুমিয়ের, ফরাসি পরিচালক ও প্রযোজক।

১৮৭৯ – ফ্রান্সিস পেটন রাউস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রোগবিদ্যাবিৎ।

 

১৮৮৭ – মার্টিন লুথার কিং, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বিচারক।

মার্টিন লুথার কিং জুনিয়র (জন্ম মাইকেল কিং জুনিয়র; জানুয়ারী ১৫, ১৯২৯ – এপ্রিল ৪, ১৯৬৮) ছিলেন একজন আমেরিকান ব্যাপ্টিস্ট মন্ত্রী, কর্মী, এবং রাজনৈতিক দার্শনিক যিনি ১৯৫৫ সাল থেকে নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন  ১৯৬৮ সালে হত্যা। একজন কৃষ্ণাঙ্গ গির্জার নেতা এবং প্রাথমিক নাগরিক অধিকার কর্মী এবং মন্ত্রী মার্টিন লুথার কিং সিনিয়রের ছেলে, কিং অহিংসা ও নাগরিক অবাধ্যতার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণের মানুষের জন্য নাগরিক অধিকারের অগ্রগতি করেছিলেন।  তার খ্রিস্টান বিশ্বাস এবং মহাত্মা গান্ধীর অহিংস সক্রিয়তা দ্বারা অনুপ্রাণিত হয়ে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে জিম ক্রো আইন এবং অন্যান্য ধরনের বৈষম্যের বিরুদ্ধে লক্ষ্যবস্তু, অহিংস প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিলেন।

 

১৮৯৪ – ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি লেখক ও অর্থনীতিবিদ।

ধূর্জটি প্রসাদ মুখার্জি (৫ অক্টোবর ১৮৯৪ – ৫ ডিসেম্বর ১৯৬১), ডিপি মুখার্জি নামে পরিচিত, একজন ভারতীয় অধ্যাপক এবং সমাজবিজ্ঞানী ছিলেন।  তিনি সমাজবিজ্ঞান এবং মার্কসবাদের উপর দৃষ্টি নিবদ্ধ কাজ এবং বক্তৃতাগুলির জন্য পরিচিত ছিলেন।

 

 

 

১৮৯৫ – হেমন্তকুমার বসু,অনুশীলন সমিতির সদস্য ও ভারতের স্বাধীনতা সংগ্রামী।

হেমন্তকুমার বসু (৫ অক্টোবর, ১৮৯৫ —২০ ফেব্রুয়ারি, ১৯৭১) ভারতের স্বাধীনতা আন্দোলনের নিরলস কর্মী ও সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ফরোয়ার্ড ব্লকের নেতা ছিলেন ।

 

১৯০২ – ল্যারি ফাইন, মার্কিন অভিনেতা ও গায়ক।

 

১৯০৬ – মীরা দত্তগুপ্ত,ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও জননেত্রী।

মীরা দত্তগুপ্ত (৫ অক্টোবর ১৯০৬ – ১৮ জানুয়ারি ১৯৮৩) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা।

 

১৯২৩ – গ্লিনিস জন্স, ব্রিটিশ অভিনেত্রী, নৃত্যশিল্পী, পিয়ানোবাদক ও গায়িকা।

১৯৩০ – রেইনহার্ড সেল্টেন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান অর্থনীতিবিদ।

১৯৩৬ – ভাকল্যাভ হ্যাভেল, চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, প্রখ্যাত রাজনীতিবিদ, নাট্য নির্মাতা ও কবি।

ভাস্লাভ হাভেল (জন্ম: ৫ অক্টোবর, ১৯৩৬ – মৃত্যু: ১৮ ডিসেম্বর, ২০১১) চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। এছাড়াও, তিনি নাট্য নির্মাতা, প্রাবন্ধিক, কবি ও ভিন্নমতাবলম্বী ছিলেন।

 

 

১৯৪০ – বব কাউপার, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।

রবার্ট মাস্কু কাউপার (জন্ম ৫অক্টোবর ১৯৪০) হলেন একজন প্রাক্তন ক্রিকেটার যিনি ১৯৬৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেট এবং ১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ভিক্টোরিয়া এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ড ক্রিকেট খেলেছেন।

 

১৯৪৯ – পিটার এক্‌রয়েড, ব্রিটিশ ঔপন্যাসিক, কবি ও জীবনীকার।

১৯৬৭ – গাই পিয়ার্স, ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও গায়ক।

১৯৭৫ – কেট উইন্সলেট, ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।

১৯৮৩ – (ক) জেসি আইজেনবার্গ – মার্কিন অভিনেতা ও লেখক।

(খ) মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশী ক্রিকেটার ও সংসদ সদস্য।

১৯৮৭ – নাজমুল হোসেন, বাংলাদেশী ক্রিকেটার।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৭৮৯ – ফরাসি বিপ্লবের সূচনা হয়।

১৭৯৬ – ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা হয়।

১৮৬৪ – ঘূণিঝড়ে কলকাতাও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু হয়।

১৯১০ – তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং প্রথম ফার্দিনান্দ জার নির্বাচিত হন।

১৯১১ – পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে।

১৯১৪ – জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশ যুদ্ধ শুরু হয়।

১৯২১ – লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল লন্ডনে প্রতিষ্ঠিত হয়।

১৯৪৭ – কলকাতা ফিল্ম সোসাইটি স্থাপিত হয়।

১৯৭০ – পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন মিডিয়া তথা সমাজ সংযোগ ক্ষেত্রের প্রশিক্ষণ প্রতিষ্ঠান চিত্রবাণী প্রতিষ্ঠিত হয়।

১৯৭৫ – প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে রক্ষীবাহিনীর সকল সদস্য বাংলাদশ সোনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়।

১৯৮৯ – কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ফতিমা বিবি ভারত সুপিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি মনোনীত হন।

১৯৯০ – একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়।

২০০২ – ডেটন শান্তিচুক্তির পর নিজস্ব তত্ত্বাবধানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৮০৫ – লর্ড কর্নওয়ালিস, ব্রিটিশ ভারতের গভর্নর।

চার্লস কর্নওয়ালিস, ১ম মার্কেস কর্নওয়ালিস,  (৩১ ডিসেম্বর ১৭৩৮ – ৫ অক্টোবর ১৮০৫) ছিলেন একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা, হুইগ রাজনীতিবিদ এবং ঔপনিবেশিক প্রশাসক।  মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে, তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের একজন নেতৃস্থানীয় ব্রিটিশ জেনারেল অফিসার হিসেবে পরিচিত।  ১৭৮১ সালে ইয়র্কটাউন অবরোধে সম্মিলিত আমেরিকান এবং ফরাসি বাহিনীর কাছে তার আত্মসমর্পণ উত্তর আমেরিকায় উল্লেখযোগ্য শত্রুতার অবসান ঘটায়।  কর্নওয়ালিস পরে আয়ারল্যান্ডে একজন বেসামরিক ও সামরিক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি অ্যাক্ট অফ ইউনিয়ন আনতে সাহায্য করেছিলেন;  এবং ভারতে, যেখানে তিনি কর্নওয়ালিস কোড এবং স্থায়ী বন্দোবস্ত প্রণয়ন করতে সাহায্য করেছিলেন।

 

১৯১৮ – রলান্ড গারস, ফরাসি সৈনিক ও বৈমানিক।

 

১৯৬৮ – যোগেন্দ্রনাথ মণ্ডল, আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা। 

যোগেন্দ্রনাথ মন্ডল (২৯ জানুয়ারী ১৯০৪ – ৫ অক্টোবর ১৯৬৮), ছিলেন পাকিস্তানের আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের একজন, এবং দেশের প্রথম আইন ও শ্রম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বিধায়ক এবং কমনওয়েলথ ও কাশ্মীর বিষয়ক দ্বিতীয় মন্ত্রী ছিলেন।  ভারতের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায়, এর আগে তিনি আইন পোর্টফোলিও পেয়েছিলেন।  তফসিলি জাতির (দলিত) নেতা হিসেবে, যোগেন্দ্রনাথ মন্ডল 1947 সালে বাংলা বিভাগের বিরুদ্ধে প্রচারণা চালান, বিশ্বাস করেন যে বিভক্ত বাংলার অর্থ হবে দলিতরা পূর্ব বাংলার (পাকিস্তান) সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের করুণায় থাকবে এবং  পশ্চিমবঙ্গে (ভারত) সংখ্যাগরিষ্ঠ জাতি-হিন্দুদের সিংহাসন।  শেষ পর্যন্ত, তিনি পূর্ব পাকিস্তানে তার ঘাঁটি বজায় রাখার সিদ্ধান্ত নেন, আশা করেন যে দলিতরা এতে উপকৃত হবেন এবং আইন ও শ্রম মন্ত্রী হিসাবে পাকিস্তানের প্রথম মন্ত্রিসভায় যোগদান করেন।  পাকিস্তানি প্রশাসনের দলিত-বিরোধী পক্ষপাতের কথা উল্লেখ করে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর দেশভাগের কয়েক বছর পর তিনি ভারতে চলে আসেন।

 

১৯৭৪ – আবুল হাশিম, ভারত উপমহাদেশের বাঙালি রাজনীতিবিদ।

১৯৭৬ – লার্স অনসেজার, নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজীয়-মার্কিন রসায়নবিদ ও পদার্থবিদ।

 

১৯৮৪ – মুজিবুর রহমান খাঁ, বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক।

মুজীবুর রহমান খাঁ (২৩ অক্টোবর ১৯১০ – ৫ অক্টোবর ১৯৮৪) হলেন একজন বাংলাদেশী সাংবাদিক ও সাহিত্যিক। তিনি জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের জন্য তিনি পাকিস্তান সরকার প্রদত্ত সেতারা-ই-কায়েদে আজম এবং সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৮০ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত সরকারি সম্মান একুশে পদকে ভূষিত হন।

 

১৯৮৫ – আবদুস সাত্তার, বিচারপতি, বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি।

 

২০০৪ – মরিস উইলকিন্স, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীবপদার্থবিজ্ঞানী। 

মরিস হিউ ফ্রেডেরিক উইলকিন্স (১৫ ডিসেম্বর ১৯১৬ – ৫ অক্টোবর ২০০৪) ছিলেন একজন নিউজিল্যান্ডে জন্মগ্রহণকারী ব্রিটিশ বায়োফিজিসিস্ট এবং নোবেল বিজয়ী যাঁর গবেষণা পদার্থবিদ্যা এবং জীবপদার্থবিজ্ঞানের একাধিক ক্ষেত্র বিস্তৃত করে, যা মাইক্রোসফোস-এর বৈজ্ঞানিক বোঝাপড়ায় অবদান রেখেছিল। X-  রশ্মি বিচ্ছুরণ এবং রাডারের উন্নয়নে।  তিনি কিংস কলেজ লন্ডনে ডিএনএ-এর গঠন নিয়ে কাজ করার জন্য পরিচিত।

 

২০১০ – মেরি লেওনা জামিন, মার্কিন মডেল ও অভিনেত্রী।

 

২০১১ -স্টিভ জবস, অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। 

স্টিভেন পল জবস (২৪ ফেব্রুয়ারি, ১৯৫৫ – অক্টোবর ৫, ২০১১) একজন আমেরিকান ব্যবসায়ী, উদ্ভাবক এবং বিনিয়োগকারী ছিলেন।  তিনি অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং সিইও ছিলেন;  পিক্সারের চেয়ারম্যান এবং সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার;  পিক্সার অধিগ্রহণের পর ওয়াল্ট ডিজনি কোম্পানির পরিচালনা পর্ষদের একজন সদস্য;  এবং NeXT-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং সিইও।  তিনি ১৯৭০ এবং ১৯৮০ এর দশকের ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের পথপ্রদর্শক ছিলেন, সাথে তার প্রথম দিকের ব্যবসায়িক অংশীদার এবং সহযোগী অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক ছিলেন।

 

২০২০ – (ক) শক্তি ঠাকুর, ভারতীয় বাঙালি গায়ক ও অভিনেতা।

 

(খ) মনসুর উল করিম, একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী ও অধ্যাপক।

মনসুর উল করিম হলেন একজন বাংলাদেশী চিত্রশিল্পী এবং অধ্যাপক। তিনি দীর্ঘ ৪০ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা করেন। সত্তরের দশকের শুরু থেকে তিনি দেশের চিত্রশিল্পে অবদান রেখে আসছেন। চিত্রকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *