আজ ৮ অক্টোবর। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
দিবস—–
(ক) ভারতীয় বায়ুসেনা দিবস।
আজ যাদের জন্মদিন—-
১৯১৭ – রডনি রবার্ট পোর্টার, নোবেলজয়ী বিজ্ঞানী ও ব্রিটিশ চিকিৎসক।
অধ্যাপক রডনি রবার্ট পোর্টার, (৮ অক্টোবর ১৯১৭ – ৬ সেপ্টেম্বর ১৯৮৫) ছিলেন একজন ব্রিটিশ বায়োকেমিস্ট এবং নোবেল বিজয়ী।
১৯২২ – ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সমরেশ রায়।
১৯২৬ – পাকিস্তানি ভারতীয় অভিনেতা রাজ কুমার।
রাজ কুমার (জন্ম কুলভূষণ পণ্ডিত; ৮ অক্টোবর ১৯২৬ – ৩ জুলাই ১৯৯৬) ছিলেন একজন ভারতীয় অভিনেতা যিনি হিন্দি ছবিতে কাজ করেছিলেন। তিনি অস্কার-মনোনীত ১৯৫৭ ফিল্ম মাদার ইন্ডিয়া এ হাজির হন এবং চার দশকেরও বেশি সময় ধরে চলা ক্যারিয়ারে ৭০ টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেন।
১৯২৮ – ডিডি, ব্রাজিলীয় ফুটবলার।
১৮৬২ – আলাউদ্দিন খাঁ,উস্তাদ ও বাবা আলাউদ্দিন খান নামেও পরিচিত বাঙালি সেতার ও সানাই বাদক।
উস্তাদ আলাউদ্দিন খাঁ (৮ অক্টোবর ১৮৬২ – ৬ সেপ্টেম্বর ১৯৭২) একজন বাঙালি সঙ্গীতজ্ঞ। বাবা আলাউদ্দিন খান নামেও তিনি পরিচিত ছিলেন। সেতার ও সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসাবে সারা বিশ্বে তিনি প্রখ্যাত।মূলত সরোদই তার শাস্ত্রীয় সঙ্গীতের বাহন হলেও সাক্সোফোন, বেহালা, ট্রাম্পেট সহ আরো অনেক বাদ্যযন্ত্রে তার যোগ্যতা ছিল অপরিসীম।
১৮৮৩ – নোবেলজয়ী [১৯৩১] জার্মান জীবরসায়নবিদ ওটো ভারবুর্গ।
১৮৯২ – ভূপেন্দ্র কুমার দত্ত, ভারতীর ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিপ্লবী।
ভূপেন্দ্র কুমার দত্ত (৮ অক্টোবর ১৮৯২ – ২৯ ডিসেম্বর ১৯৭৯)ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং ব্রিটিশ বিরোধী বিপ্লবী। ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য তিনি যুদ্ধ করেন। যুগান্তর দলের প্রধান হিসাবে স্বাধীনতা আন্দোলনে তার গভীর অবদান ছিল। ১৯১৭ সালের ডিসেম্বর মাসে বিলাসপুর জেলে তার ৭৮ দিন অনশন ধর্মঘটের রেকর্ড রয়েছে।
ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-
২০০৫ – উত্তর পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মোজাফ্ফারাবাদে সাত দশমিক ছয় রিক্টার স্কেলের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। স্মরণীয় এ ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত এবং ৩৩ লক্ষ মানুষ আহত হয়েছিল।
১৯১৯ – মহাত্মা গান্ধীর সম্পাদনায় ইংরাজী সাপ্তাহিক ইয়ং ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয়।
১৯৩২ – রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯ – পোল্যান্ডকে জার্মানির অঙ্গীভূত করা হয়।
১৯৫৪ – হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন।
১৯৬২ – আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে।
১৯৭৩ – ব্রিটেনের প্রথম আইনসম্মত বাণিজ্যিক বেতারকেন্দ্র (এলবিসি) সম্প্রচার শুরু করে।
১৯৮৯ – হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
১৯৯০ – দখলদার ইসরাইলী সেনারা আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনীদের উপর নৃশংস হামলা চালায়। এ হামলায় ২০ জন নিহত এবং আরো বহু ফিলিস্তিনী আহত হয়।
১৯৯১ – স্পীকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
১৮৮১ – ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘুর্ণিঝড় সংঘটিত হয়। মারাত্মক এ ঝড়ে বহু বাড়িঘর, প্রতিষ্ঠান ও ক্ষেত খামার ধ্বংস হয়। এ ঝড়ে অন্তত প্রায় তিন লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল।
১৮৮৫ – ফরাসীরা ভিয়েতনামে উপনিবেশ স্থাপন করে।
এর আগে ভিয়েতনাম বহুদিন চীনের অন্তর্গত ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ও ইউরোপীয় উপনিবেশবাদী দেশগুলোর সাথে যুদ্ধ বিগ্রহের কারণে চীন অনেক দুর্বল হয়ে পড়ায় ফ্রান্স চীনের বেশ কিছু অংশ দখল করে নিয়েছিল। এরপর ফ্রান্স ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে ভিয়েতনাম দখলের জন্য অভিযান শুরু করে এবং আজকের এই দিনে তারা ভিয়েতনাম দখল করতে সক্ষম হয়।
১২৫৬ – ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবন বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৭৩৫ – ফরাসী গণিত ও ভুগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণা কাজ শুরু করেন। এ লক্ষ্যে ফরাসী সরকার বিজ্ঞান একাডেমির ঐ গবেষণা কাজের জন্য বিপুল অর্থ বরাদ্দ করে। বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে পৃথিবীর বিষুব রেখা ও দুই মেরুর ভেতরের দিকে চেপে থাকার বিষয়টি আবিষ্কার করেন।
এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-
২০১২ – বিদিত লাল দাস, বাংলাদেশী বাউল গায়ক ও সুরকার।
বিদিত লাল দাস (১৫ জুন, ১৯৩৬ – ৮ অক্টোবর, ২০১২) ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, বিশিষ্ট লোকসংগীতশিল্পী, সুরকার, লোকগবেষক এবং সঙ্গীত পরিচালক তথা সংগঠক সিলেটে জন্ম নেয়া এই লোকসংগীতের মুকুটহীন সম্রাট, সিলেটের সুরমা নদীকে খুব বেশি ভালোবাসতেন। সুরমার তরঙ্গের মতোই যেনো দূলায়িত তাঁর সুরের ভূবন। প্রিয় এই নদীর বুকে ভেসে ভেসে অসংখ্য গান তিনি সুর করেছেন। বিদিত লাল দাস বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে চীন, সুইডেন, নরওয়ে, হংকং, ডেনমার্ক এবং ইংল্যান্ড সফর করেন। ” বিদিত লাল দাস ও তার দল” নামক সেই দলটি সত্তরের দশকের এক জনপ্রিয় দল ছিলো।
২০১৪ – আব্দুল মতিন, ভাষা সৈনিক
আবদুল মতিন (ডিসেম্বর ৩, ১৯২৬ – অক্টোবর ৮, ২০১৪) ছিলেন বাংলা ভাষা আন্দোলনের একজন ভাষা কর্মী যা পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য সংঘটিত হয়েছিল। তিনি ছিলেন আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও সংগঠক। আন্দোলনে তার অবদানকে অন্যান্য কর্মী ও ছাত্ররা প্রশংসা করেছেন কারণ তিনি ভাষা মতিন নামে পরিচিত ছিলেন।
২০২০ – আনন্দদেব মুখোপাধ্যায় বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী।
ড.আনন্দদেব মুখোপাধ্যায় (ইংরেজি: Dr Ananda Deb Mukhopadhyay ) (৫ মে, ১৯৩৮ – ৮ অক্টোবর, ২০২০) ছিলেন একজন ভারতীয় বাঙালি সমুদ্রবিজ্ঞানী এবং বিশিষ্ট শিক্ষাবিদ। বামপন্থী মতাদর্শে অনুপ্রাণিত অধ্যাপক রাজ্যে সাক্ষরতা অভিযানে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর ওশানোগ্রাফি’-র প্রতিষ্ঠাতা -সদস্যও ছিলেন।
১৯৫২ – মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এডওয়ার্ড জুইক।
Edward M. Zwick (জন্ম ৮ অক্টোবর, ১৯৫২) একজন আমেরিকান চলচ্চিত্র নির্মাতা। তিনি প্রাথমিকভাবে কমেডি নাটক এবং মহাকাব্য ঐতিহাসিক চলচ্চিত্রের ঘরানায় কাজ করেছেন, যার মধ্যে রয়েছে অ্যাবাউট লাস্ট নাইট, গ্লোরি, লেজেন্ডস অফ দ্য ফল এবং দ্য লাস্ট সামুরাই। তিনি টেলিভিশন সিরিজ থার্টিসামথিং এবং ওয়ানস অ্যান্ড এগেন-এর সহ-নির্মাতাও।
১৯৩৬ – মুন্সি প্রেমচাঁদ, আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক।
মুন্সি প্রেমচাঁদ (৩১ জুলাই ১৮৮০ – ৮ অক্টোবর ১৯৩৬) আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার অন্যতম সফল লেখক। তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম স্বনামধন্য সাহিত্যিক এবং বিংশ শতাব্দীর ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম অগ্রগামী লেখক।
১৯৭৯ – জয়প্রকাশ নারায়ণ, জনপ্রিয়ভাবে জে পি বা লোক নায়ক নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা।
জয়প্রকাশ নারায়ণ (১১ অক্টোবর ১৯০২ – ৮ অক্টোবর ১৯৭৯), জনপ্রিয়ভাবে JP বা লোক নায়ক (“জনগণের নেতা”-এর জন্য হিন্দি) নামে পরিচিত), ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ১৯৭০-এর দশকের মাঝামাঝি বিরোধীদের নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে স্মরণ করা হয়, যাঁর উৎখাতের জন্য তিনি “সম্পূর্ণ বিপ্লবের” ডাক দিয়েছিলেন। তাঁর জীবনী, জয়প্রকাশ, তাঁর জাতীয়তাবাদী বন্ধু এবং হিন্দি সাহিত্যের লেখক রামবৃক্ষ বেনিপুরী লিখেছেন। ১৯৯৯ সালে, তাকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়া হয়, তার সমাজসেবার স্বীকৃতিস্বরূপ। অন্যান্য পুরষ্কারগুলির মধ্যে রয়েছে ১৯৬৫ সালে পাবলিক সার্ভিসের জন্য ম্যাগসেসে পুরস্কার।
১৯৯২ – জার্মান রাষ্ট্রনায়ক উইলি ব্রান্ট।
বিলয় ব্রান্ডট (বরং হার্বার্ট এর্নস্ট কার্ল ফারাহম; ১৮ ডিসেম্বর ১৯১৩ – ৮ অক্টোবর, ১৯৯২) একজন জার্মান রাজনীতিক ছিলেন যিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ জার্মানি এর নেতা ছিলেন (১৯৬৪ থেকে ১৯৮৭) এবং জার্মানির চ্যান্সেলর চ্যান্সেলর ১৯৭৪ সাল পর্যন্ত জার্মানি (পশ্চিম জার্মানি)।
১৯৯৮ – বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জসিম।
১৮৬৯ – ফ্রাংক্লিন পিয়ের্স, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।
ফ্রাংকলিন পিয়ের্স (২৩ নভেম্বর ১৮০৪ – ৮ অক্টোবর ১৮৬৯) ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি। তিনি ১৮৫৩ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি ডেমোক্র্যাট পার্টির সদস্য ছিলেন। তিনি দাসপ্রথা বিলোপ আন্দোলনকে জাতীয় ঐক্যের জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করতেন।
১৮৮০ – বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষ।
।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।