Categories
প্রবন্ধ

নারায়ন দেবনাথ, একমাত্র ভারতীয় কার্টুনিস্ট যিনি কার্টুনিস্ট হিসেবে ডি.লিট লাভ করেন।

নারায়ন দেবনাথ, একমাত্র ভারতীয় কার্টুনিস্ট যিনি কার্টুনিস্ট হিসেবে ডি.লিট লাভ করেন।

জন্ম ও ছেলেবেলা—

 

নারায়ণ দেবনাথ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি কমিকস শিল্পী।  নারায়ণ দেবনাথের জন্ম (২৫ নভেম্বর ১৯২৫ ) ও বেড়ে ওঠা পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার শিবপুরে। পারিবারিক আদি বাসস্থান বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে হলেও তাঁর জন্মের আগেই পরিবার শিবপুরে এসে স্থায়ী ভাবে বসবাস করা শুরু করে। অল্প বয়স থেকেই শিল্পের প্রতি তার ঝোঁক ছিল। পারিবারিক পেশা স্বর্ণকার হওয়ায় অলঙ্কার প্রভৃতির নক্সা করার সুযোগ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আর্ট কলেজে পাঁচ বছরের ডিগ্রীর জন্য লেখাপড়া শুরু করলেও শেষ পর্যন্ত তা চালিয়ে যাননি, শেষ বর্ষে এসে পড়া ছেড়ে দেন।

 

 

কর্মজীবন—

 

প্রথমদিকে তাঁর চলার পথ খুব একটা মসৃণ ছিল না। মনের মতো কাজ তো দূর অস্ত, ‘বাংলা বাজারে’ আঁকাআঁকি করে যে অন্তত খেয়ে-পরে টিকে থাকবেন, তেমন কোনো রাস্তাও খুঁজে পাচ্ছিলেন না। যতদিন মনের মতো কাজ পেয়েছেন, ততদিন প্রসাধন সামগ্রীর লোগো বানাতেন। আর বানাতেন সিনেমা কোম্পানির বিভিন্ন লিফলেট। টুকটাক বইয়ের অলঙ্করণের কাজও করতেন। এরপরে কিছু বছর বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার জন্য কাজ করেন।

 

 

আজও হৃদয়ে–

সৃষ্টিতে তিনি বেঁচে আছেন আর থাকবেন চিরকাল।নারায়ণ দেবনাথ  হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তাঁর লেখা ও আঁকা কমিকস ছোট-বড় বাঙালিকে মাতিয়ে রেখেছে।

 

 

কমিকস জগতে প্রবেশ–

বাংলা কমিকসের জগতে নারায়ন দেবনাথের আগমন ঘটে দেব সাহিত্য কুটিরের সম্পাদক মন্ডলীর উৎসাহে। তার প্রথম কমিকস হাঁদা ভোঁদা নামটিও তাদের প্রস্তাবিত। সেসময় বাংলা কমিকস বলতে ছিল একমাত্র প্রফুল্লচন্দ্র লাহিড়ি বা কাফি খাঁ’র আঁকা শেয়াল পণ্ডিত, যা তখন যুগান্তরে প্রকাশিত হত। হাঁদা ভোঁদা প্রকাশের সাথে সাথেই পাঠকদের সমাদর পায় এবং শুকতারা থেকে নিয়মিত প্রকাশিত হতে থাকে। শুরুতে দেবনাথ নিজেই হাঁদা ভোঁদায় অঙ্কন ও কালি বসানোর কাজ করতেন। পরবর্তীতে তা গ্রেস্কেলে প্রকাশ করার ব্যবস্থা করা হয়। হাঁদাভোদা ৫৩ সপ্তাহ ধরে শুকতারা পত্রিকায় চলেছিল।

 

 

রঙীন কমিক স্ট্রিপ—

 

নারায়ণ দেবনাথের প্রথম রঙীন কমিক স্ট্রিপ ছিল বাঁটুল দি গ্রেট। ১৯৬৫ সালে বাঁটুল দি গ্রেটের সৃষ্টি করেছিলেন তিনি। ২০১২ সালে বাঁটুল প্রথমবার ইংরেজিতে অনুবাদ করা হয়।
পরবর্তীকালে কিশোর ভারতী পত্রিকায় দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদক হিসেবে নারায়নবাবুকে গোয়েন্দা-গল্প (স্ট্রিপের) প্রস্তাব দেন যা পরে পরিণত হয় ‘ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়’ চরিত্রে। ১৯৬৯ সালে নন্টে-ফন্টের সৃষ্টি করেন নারায়ণ দেবনাথ। কিশোর ভারতীতে তাঁর আঁকা প্রথম ধারাবাহিক কমিক স্ট্রিপ হলো ‘ম্যাজিশিয়ান পটলচাঁদ’, যার একটি সংখ্যা বেরোয়।

 

 

মুখ্য/ধারাবাহিক কমিক চরিত্র—

 

তাঁর সৃষ্ট বিভিন্ন কার্টুন চরিত্র গুলো অমর হয়ে আছে শিশু থেকে শুরু করে ছোট বড় সকলের হৃদয়ে। বাঁটুল দি গ্রেট (প্রথম প্রকাশ ১৯৬৫), হাঁদা ভোঁদা (প্রথম প্রকাশ ১৯৬২), নন্টে ফন্টে (প্রথম প্রকাশ ১৯৬৯), বাহাদুর বেড়াল (প্রথম প্রকাশ ১৯৮২), ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়, ম্যাজিশিয়ান পটলচাঁদ, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, গোয়েন্দা কৌশিক রায়, পেটুক মাস্টার বটুকলাল, শুঁটকি আর মুটকী, হাসির অ্যাটম বোম প্রভৃতি এখনো সকলের মুখে মুখে।

 

সম্মাননা—-

 

বিভিন্ন সম্মানে তিনি সম্মানিত হয়েছেন।প্রেসিডেন্ট বিশেষ স্বীকৃতি পুরস্কার (২০০৭), সাহিত্য অকাদেমী (২০১৩) , বঙ্গবিভূষণ (২০১৩), ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের মনোনয়নের দ্বারা তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়(২০২১)।

 

মৃত্যু—

 

তিনি ১৮ জানুয়ারি ২০২২ তারিখে প্রয়াত পিয়াস করিমের । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

 

।।ছবি ও তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট ।।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *