শজনেপাতার প’রে শিশির বিন্দু চঞ্চল উছলে পড়ার ভাবে আছে,
কাছে কোনো প্রসূন নেই,
আকাঙ্ক্ষা হলো তাই স্বেচ্ছায় গেলাম।
নধর পল্লবের গভীরতা কম তবুও জলের নিচে নিমজ্জিত হোলাম, উদ্যত কিনা- হয়তো কলি হয়ে আছে স্পর্শের অনটনে-
অপেক্ষায় থেকে থেকে হয়েছে প্রৌঢ়।
কী জানি কবে জ্যোতির অভাবে ভাপসা হয়েছে লাবণ্য-
নেই কোন খুশির আমেজ,
এখনো আকাঙ্ক্ষা হয় বিসর্জনের- শজনেপাতায় শিশির বিন্দুর গভীরে চিরস্থায়ী
নিমজ্জন।
Categories
শজনেপাতায় শিশির বিন্দু : রাণু সরকার।
