Categories
কবিতা

মন :: রাণু সরকার।।

মন থাকে অন্দরমহলে অন্তঃপুর
তার মনঃপূত স্থান,
প্রতীতিকে আলিঙ্গন করে থাকে
ভাবনার স্বপ্নাবেশ।

মনস্তাপ ও ক্লেশ সে তো নিজেরই
থাকে,
এদের বারংবার অনুরোধ উপরোধ
অন্তরের কাছে হয় বোঝা।

ভারবাহী অন্তর সহ্যশক্তি হারিয়ে সে
তখন কম্পমান,
তখন ত্যাগপূর্বক দেবতার শ্রীচরণে করে সমর্পণ।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *