Categories
কবিতা

বেঁচে থেকে মৃত্যু : রাণু সরকার।।

মৃত্যু হলে নাকি সব শেষ হয়ে যায়-
সত্যিই কি তাই হয়?
তাহলে দাহ করে এসে তার স্মৃতিচারণ কেনো করি?
ঐন্দ্রজালে সৃষ্ট মায়াকানন তাই বিচরণ করি
এ জগত্ প্রপঞ্চময় সবই মিথ্যা-
ব্রহ্মই শুধু সত্য।
এই মায়াজালের মধ্যে আছে স্নেহ মমতা প্রভৃতির বন্ধন-

আমার দেখা কিছু মৃত্যু মানুষ কিভাবে যে হেঁটে চলে বেড়াচ্ছে,আমার কিছু বলার ভাষা নেই,
ওদের দেখে দেখে মনে হয় আমিও ওদের মতো,
আসলে এমনটা হওয়াই স্বাভাবিক।
ঐন্দ্রজালে জড়িয়ে আছি যে- উপলব্ধি করি না বা করার ক্ষমতা নেই- সবকিছুই ভুলে আছি মিথ্যায়।

আমার সাথে কথা বলে হাসে আবার কখনো কাঁদে আবার কখনো একান্তে নীরব স্থানে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আসলে তাদের হৃদয়ের মৃত্যু হয়েছে,
তাই মৃত্যুই শেষ কথা নয়-
বেঁচে থেকে মৃত্যু হলে আসল মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া মন্থর গতিতে, এ মৃত্যু বড্ড ভয়ঙ্কর ধুঁকে ধুঁকে মরা, এটা একটা গভীর অন্ধকার জগৎ আলোতে আসার কোন পথ পায় না এরা খুঁজে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *