কেমন আছি-
এই প্রশ্নটা সহৃদয় ব্যাক্তিরা দেখা হোলেই জিজ্ঞেস করে।
এই জিজ্ঞেসের পিছে ভালো ও মন্দ দু’টিকে আড়ালে রেখে
সহৃদয় বেশিরভাগ ব্যাক্তিরা জিজ্ঞেস করে।
যাকে জিজ্ঞেস করে তার কখনো সখনো ইচ্ছে জাগে
অব্যক্ত কথা বলতে, কিন্ত ভাবনাতে পড়তে হয়।
অব্যক্ত কথা বললে যদি সে কাব্য রচনা করে বসে।
দেখা যায় বেশিরভাগ সহৃদয় ব্যাক্তি বিশাল কাব্য রচনা করে,
সেই কাব্যেতে বড় বড় অক্ষরে তার নাম লেখা।
জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে সর্বহারা,
আসলে এসব কাউকে বলতে নেই,
তাই ক্লান্তিকে বোবা হৃদয়ে রেখে
একটি উত্তরে ফিরতে হয়,
বেশ আছি, এই চলেছে বা ভালো আছি।