Categories
প্রবন্ধ

আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার অন্যতম সফল লেখক, মুন্সি প্রেমচাঁদ।।

মুন্সি প্রেমচাঁদ ছিলেন আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার অন্যতম সফল লেখক।  তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম বিখ্যাত সাহিত্যিক ব্যক্তিত্ব এবং বিংশ শতাব্দীর ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম পথিকৃৎ।

জন্ম —

আধুনিক হিন্দি ও উর্দু ভাষার অন্যতম সফল লেখক প্রেমচাঁদ ৩১ জুলাই ১৮৮০, ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন।

শিক্ষা—

মুন্সী প্রেমচাঁদ উর্দু ও হিন্দি সাহিত্যের একজন স্বনামধন্য কবি।  তার আসল নাম ধনপত রায়।  তবে তিনি মুন্সী প্রেমচাঁদ নামে পরিচিত।  তাকে জীবনী লেখক বলা হয়।  হিন্দি সাহিত্যের ‘উপন্যাস-সম্রাট’ হিসেবে পরিচিত প্রেমচাঁদকে আধুনিক হিন্দি সাহিত্যের জনকও বলা হয়।  বাংলা সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তুলনা করলে তাকে বলা হয় ‘হিন্দি সাহিত্যের বঙ্কিম’।  ১৯১০ সালে ‘বড়ে ঘরকি বেটি’ প্রকাশিত হলে তিনি উর্দু সাহিত্যে একটি স্থায়ী স্থান লাভ করেন। তাঁর সর্বশ্রেষ্ঠ উপন্যাস গোদান।  তাঁর প্রায় সব সাহিত্যকর্ম বাংলা ভাষায় অনূদিত এবং বহুল পঠিত।

তাঁর রচিত উল্লেখযোগ্য রচনা গুলো হল —

খাক পরোয়ানা,আখেরি তোফাহ,প্রেম পঁচিশি, প্রেম বত্তিশি, যাদরাহ, নির্মলা, খোয়াব ও খেয়াল,ফেরদৌসে খেয়াল,প্রেম চল্লিশি, ইত্যাদি।

নাটক:—

প্রেম কী বেদী,  সংগ্রাম,  কার্বলা।

উপন্যাস: – প্রেমাশ্রম, নির্মলা, রঙ্গভূমি, বরদান, প্রতিজ্ঞা, সেবাসদন।

প্রয়াণ—

তিনি ১৯৩৬ সালের ৮ অক্টোবর ভারতের বারাণসীতে মারা যান।

।।তথ্য: সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *