Categories
রিভিউ

আজ ৩০ অক্টোবর, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আজ ৩০ অক্টোবর। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

দিবস—–

বিশ্ব সঞ্চয় দিবস(ভারত)

বিশ্ব মিতব্যয় দিবস অর্থ সঞ্চয়ের গুরুত্বকে প্রচার করে এবং কীভাবে সঞ্চয় আমাদের কঠিন সময়গুলোকে উপশম করতে পারে । এটি অর্থ সঞ্চয় করার জন্য ব্যয় করার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ায়।

 

আজ যাদের জন্মদিন—-

১৯০০ – রাগনার গ্রানিট, নোবেল পুরস্কার বিজয়ীফিনিশ সুইডিশ শারীরবিজ্ঞানী।

Ragnar Arthur Granit (30 অক্টোবর 1900 – 12 মার্চ 1991) [2] একজন ফিনিশ-সুইডিশ বিজ্ঞানী যিনি 1967 সালে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন হালদান কেফারের সাথে হার্টলাইন এবং জর্জ ওয়াল্ড ” চোখে প্রাথমিক শারীরবৃত্তীয় এবং রাসায়নিক চাক্ষুষ প্রক্রিয়া সম্পর্কিত তাদের আবিষ্কারের জন্য ” ।

 

১৯০১ – খান মোহাম্মদ মঈনউদ্দীন, বাংলাদেশী কবি ও সাহিত্যিক।

 

১৯০১ – সুধীন্দ্রনাথ দত্ত, বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি।

সুধীন্দ্রনাথ দত্ত বাংলা ভাষার একজন প্রধান আধুনিক কবি। বিংশ শতকের ত্রিশ দশকের যে পাঁচ জন কবি বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটান তাদের মধ্যে সুধীন্দ্রনাথ অন্যতম। বুদ্ধদেব বসুর মতে, সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন একাধারে কবি ও বিদ্বান, স্রষ্টা ও মনস্বী।

 

১৯০৮ – পিটার স্মিথ, ইংরেজ ক্রিকেটার।

১৯০৯ – হোমি জাহাঙ্গীর ভাবা,ভারতের প্রসিদ্ধ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী।

১৯২৬ – রফিকউদ্দিন আহমদ, তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের অন্যতম শহীদ।

 

১৯২৮ – ড্যানিয়েল নাটান্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান মাইক্রো জীববিজ্ঞানী।

ড্যানিয়েল নাথানস ( উইলমিংটন , ডেলাওয়্যার , অক্টোবর 30 , 1928 – বাল্টিমোর , মেরিল্যান্ড , নভেম্বর 16 , 1999 ) একজন আমেরিকান মাইক্রোবায়োলজিস্ট । 1978 সালে, সীমাবদ্ধ এনজাইম আবিষ্কারের জন্য তিনি ভার্নার আরবার এবং হ্যামিল্টন ও. স্মিথের সাথে মেডিসিনে নোবেল পুরস্কার ভাগ করে নেন ।

 

১৯৩৩ – দারা দোতিওয়ালা, ভারতীয় ক্রিকেট আম্পায়ার।

১৯৩৯ – লেল্যান্ড এইচ হার্টওয়েল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী।

১৯৪১ – টেওডর ডব্লিউ. হানসচ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৪৬ – বদিউল আলম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা ও বীর উত্তম।

 

১৯৬০ – দিয়েগো মারাদোনা, আর্জেন্টিনীয় ফুটবলার। 

দিয়েগো আর্মান্দো মারাদোনা একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। ভক্তদের কাছে এল পিবে দে অরো ডাকনামে পরিচিত মারাদোনা তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আর্জেন্তিনোস জুনিয়র্স এবং নাপোলির হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

 

 

১৯৬২ – কোর্টনি ওয়ালশ, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও কোচ।

কোর্টনি অ্যান্ড্রু ওয়ালশ, ওজে জামাইকার কিংস্টনে জন্মগ্রহণকারী খ্যাতিমান ও সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেট তারকা। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৪ থেকে ২০০১ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ফাস্ট বোলাররূপে প্রতিনিধিত্ব করেন।

 

১৯৬৩ – মাইক ভেলেটা, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৬৪ – হুমায়ূন কবীর ঢালী, বাংলাদেশী শিশু সাহিত্যিক।

১৯৬৬ – আবু মুসআব আল-যারকাউয়ি, জর্ডানীয় সন্ত্রাসবাদী।

 

১৯৭৪ – মাইক হেসন, নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ।

মাইকেল জেমস হেসন ওতাগোর ডুনেডিনে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ। এরপূর্বে তিনি কেনিয়া এবং ওতাগো দলের কোচ ছিলেন। এছাড়াও তিনি আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেছেন।

 

১৯৭৭ – দিমিত্রি মাসকারেনহাস, ইংরেজ ক্রিকেটার।

আদ্রিয়ান দিমিত্রি মাসকারেনহাস লন্ডনের চিজউইকে জন্মগ্রহণকারী সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০৭-২০০৯ সময়কালে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। উইকিপিডিয়া

 

১৯৮৭ – জুনায়েদ সিদ্দিকী, বাংলাদেশী ক্রিকেটার।

১৯৮৮ – জানেল প্যারিস, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

১৯৯১ – শেন ডোরিচ, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৮২৮ – ইংরেজ রসায়নবিদ ও বিদ্যুৎ বাতির উদ্ভাবক জোসেফ সোয়ানে।

১৮৩৪ – স্যামুয়েল বোর্ন, ব্রিটিশ আলোকচিত্রশিল্পী।

 

১৮৫৩ – প্রমথনাথ মিত্র, ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি।

প্রমথনাথ মিত্র ( বাংলা : প্রমথনাথ মিত্র ; ৩০ অক্টোবর 1853 – 1910), যিনি ব্যাপকভাবে পি. মিত্র নামে পরিচিত , ছিলেন একজন বাঙালি ভারতীয় ব্যারিস্টার এবং ভারতীয় জাতীয়তাবাদী যিনি ভারতীয় বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির প্রথম দিকের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন ।

 

১৮৭০ – অস্ট্রেলীয় ঔপন্যাসিক হেনরি হ্যান্ডেল বিচার্ডসনের ।

১৮৭৩ – হ্যারি ফস্টার, ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার।

১৮৮৭ – সুকুমার রায়, বাঙালি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার।

১৮৮৮ – নাট্যকার ও চিকিৎসক জেমস ব্রিডির ।

১৮৯৫ – গেরহারড ডমাগক, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রোগবিদ্যাবিৎ ও জীবাণুবিদ।

১৮৯৫ – ডিকিনসন ডাব্লিউ রিচার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও শারীরবিজ্ঞানী।

১৮৯৬ – রুথ গর্ডন, মার্কিন অভিনেত্রী, চিত্রনাট্যকার ও নাট্যকার।

১৭৩২ – দানবীর হাজী মুহম্মদ মহসীন।

১৭৩৫ – জন অ্যাডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি।

১৭৯৫ – ইংরেজ কবি জন কিটসের ।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

২০০৩ – ডাঃ মাহাথির মোহাম্মদ স্বেচ্ছায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন।

২০১১ – দেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াত আইভীর বিজয় লাভ করেন।

১৯১৮ – হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সুচনা হয়।

১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক আত্মসমর্পণ করে।

১৯১৮ – অস্ট্রিয়া বিপ্লব সংগঠিত হয়।

১৯২০ – ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।

১৯২২ – ইতালিতে বেনিতা মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন করেন।

১৯৪৫ – ভারত জাতিসংঘের সদস্য পদ লাভ করে।

১৯৫২ – ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯৫৮ – স্যার অ্যাডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।

১৯৭৩ – কেনিয়ায় হাতি শিকার ও হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৮২ – পর্তুগালে আট বছরের সামরিক শাসনের অবসান ঘটে।

১৯৮৩ – পূর্ব তুরস্কে ভূমিকম্পে ১২শ লোক মৃত্যু বরণ করে।

১৯৯১ – মার্কিন ও সোভিয়েত প্রেসিডেন্টদ্বয়ের উপস্থিতিতে মাদ্রিদে ইসরাইলি আরব ও ফিলিস্তিনিদের শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৯২ – পৃথিবী গোলাকার বলে গ্যালিলিও গ্যালিলির মতবাদ যে সত্য ছিল, তা রোমান ক্যাথলিক চার্চ স্বীকার করে নেয় ৩৬০ বছর পর।

১৮৬৪ – অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের রাজা দ্বয়ের মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৯১ – জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

২০০৬ – ক্লিফোর্ড গার্টস, মার্কিন নৃবিজ্ঞানী।

ক্লিফোর্ড গার্টস একজন মার্কিন নৃবিজ্ঞানী। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটনে অবস্থিত ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজে ইমেরিটাস অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

 

২০১০ –  হ্যারি মুলিসচ, ডাচ লেখক, কবি ও নাট্যকার।

১৯১০ – অঁরি দ্যুনঁ, সুইস ব্যবসায়ী ও সমাজকর্মী।

১৯১৫ – জেরি হ্যাজলিট, অস্ট্রেলীয় ক্রিকেটার।

 

১৯৩৬ – টেডি উইনিয়ার্ড, ইংরেজ ক্রিকেটার ও ব্রিটিশ সেনা কর্মকর্তা।

এডওয়ার্ড জর্জ উইনিয়ার্ড, ডিএসও, ওবিই (ইংরেজি: Teddy Wynyard; জন্ম: ১ এপ্রিল, ১৮৬১ – মৃত্যু: ৩০ অক্টোবর, ১৯৩৬) তৎকালীন ব্রিটিশ ভারতের সাহারানপুর এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও ব্রিটিশ সেনা কর্মকর্তা ছিলেন।[১] ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯৬ থেকে ১৯০৬ সময়কালে ইংল্যান্ড দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

 

১৯৬১ –  লুইজি ইনাউডি, ইতালিয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ইতালীয় প্রজাতন্ত্রের ২য় প্রেসিডেন্ট।

 

১৯৬৮ – কনরাড রিক্টার, মার্কিন ঔপন্যাসিক।

কনরাড মাইকেল রিক্টার ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক। তার সাহিত্যকর্মসমূহ বিভিন্ন সময়কালের মার্কিন জীবন নিয়ে রচিত। তার দ্য অ্যাওয়েকেনিং ল্যান্ড ত্রয়ীর শেষ গল্প দ্য টাউন ১৯৫১ সালে কথাসাহিত্যে পুলিৎজার পুরস্কার অর্জন করে। তার দ্য ওয়াটার্স অব ক্রনস ১৯৬১ সালে কথাসাহিত্যে ন্যাশনাল বুক পুরস্কার অর্জন করে।

 

১৯৬৯ – ভিক রিচার্ডসন, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৭৫ –  গুস্টাফ লুটভিগ হের্ৎস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।

 

১৯৮৫ – ফজলে লোহানী, বাংলাদেশী সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব।

ফজলে লোহানী বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন-এর উপস্থাপক হিসেবে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৫ সালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তার ভাই ফতেহ লোহানী ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

 

১৯৮৮ – তরুণ রায় (ধনঞ্জয় বৈরাগী), প্রখ্যাত বাঙালি নাট্য ব্যক্তিত্ব।

 

১৮৯৩ –  কানাডা জন অ্যাবট, কানাডিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রধানমন্ত্রী।

স্যার জন জোসেফ ক্যাল্ডওয়েল অ্যাবট (মার্চ 12, 1821 – অক্টোবর 30, 1893) ছিলেন একজন কানাডিয়ান আইনজীবী এবং রাজনীতিবিদ যিনি 1891 থেকে 1892 সাল পর্যন্ত কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

১৭৭৫ – তুর্কি সুলতান তৃতীয় ওসমান।

 

১৬২৬ –  ওয়লেব্ররড স্নেল, ডাচ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।

Willebrord Snellius (জন্ম Willebrord Snel van Royen) (13 জুন 1580 – 30 অক্টোবর 1626) ছিলেন একজন ডাচ জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ, ওরফে স্নেল।  তার নাম সাধারণত স্নেলের সূত্র নামে পরিচিত আলোর প্রতিসরণের সূত্রের সাথে যুক্ত।

 

১৫০১ – উজবেক কবি ও চিন্তানায়ক নাজিমুদ্দিন মির আলিশের নভোইয়।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *