দিলীপকুমার রায় ২২ জানুয়ারি, ১৮৯৭ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ, সঙ্গীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক। সাহিত্যের বিভিন্ন শাখায় উল্লেখযোগ্য অবদানের জন্যও বিখ্যাত। তাঁর পিতা ছিলেন বিখ্যাত নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়।
সঙ্গীতশিক্ষা———
তিনি সুরেন্দ্রনাথ মজুমদার, রাধিকাপ্রসাদ গোস্বামী এবং অচ্চন বাঈ-এরকাছ থেকে উন্নত সঙ্গীত শিক্ষা লাভ করেন। পাশ্চাত্য সঙ্গীতেও তার বিশেষ অধিকার ছিল।
সঙ্গীতে অবদান——–
তিনি রচনা এবং গান উভয় ক্ষেত্রেই একটি অনন্য এবং স্বতন্ত্র শৈলী প্রতিষ্ঠা করেছিলেন। সবাই একে দিলীপী ঢং বলে ডাকত। সঙ্গীতের উপর বহু গ্রন্থ রচনা করে তিনি বাংলা সঙ্গীত সমালোচনা সাহিত্যে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। সঙ্গীত বিষয়ে রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর আদান-প্রদান ঐতিহাসিক খ্যাতি লাভ করে। দিলীপ কুমার রায়ের প্রতি অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলামের বিশেষ স্নেহ ছিল। তিনি কলকাতার সুধীমহলে নজরুলের প্রথম দিকের সঙ্গীত রচনাগুলিকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নজরুল সম্পর্কে তাঁর স্মৃতিকথা নজরুল সঙ্গীত সমালোচনার ভিত্তি তৈরি করে। নজরুলের গানের স্বরলিপি প্রকাশেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
সন্ন্যাসজীবন——
তিনি ১৯২৮ সালে একজন সন্ন্যাসী হন এবং সঙ্গীত ও সাহিত্য সাধনায় নিযুক্ত হয়ে তার সমগ্র জীবন অতিবাহিত করেন।
মৃত্যু——-
১৯৮০ সালের ৬ই জানুয়ারি তাঁর দেহাবসান ঘটে।
।।তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।