Categories
প্রবন্ধ

স্মরণে প্রখ্যাত কবি এবং সাহিত্যিক কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়।

কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় এর জন্ম ২৭ মার্চ ১৯১৭ সালে। তিনি একজন বিখ্যাত কবি এবং সাহিত্যিক। তাঁর আদি নিবাস বাঁকুড়ার ঘটকপাড়ায়। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বসন্তকুমার চট্টোপাধ্যায়  ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় অডিটর জেনারেল।

 

শিক্ষা জীবন—

 

কামাক্ষীপ্রসাদ বিএ পরীক্ষায় বাংলায় প্রথম হন এবং বঙ্কিম পুরস্কার লাভ করেন।  তিনি কবি হিসেবে বিখ্যাত হয়েছিলেন এবং ছোটগল্পও লিখেছেন।  শিশুদের জন্য লেখালেখিতে তিনি সমান দক্ষ বিশেষ করে তিনি শিশুদের জন্য গোয়েন্দা গল্প লিখেছেন।  তার সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম গোয়েন্দা দাঁ ।  তিনি শিশু পত্রিকা রংমশালের সম্পাদকও ছিলেন।

 

কর্ম জীবন—-

 

একজন উচ্চমানের ফটোগ্রাফারও ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত। তিনি দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রচার বিভাগে সুধীন্দ্রনাথ দত্তের সহকারী হিসেবে কাজ করেন।  তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় মুম্বাই, দিল্লি এবং মস্কোতে কাটিয়েছেন।  তিন বছর মস্কোতে অবস্থানকালে তিনি রুশ বই বাংলায় অনুবাদ করে বিখ্যাত হয়েছিলেন ।

 

 

উল্লেখযোগ্য গ্রন্থ—-

 

কৃত্তিবাস ওঝা ছদ্মনামে তার অনেক লেখা প্রকাশিত হয়েছিল। তার রচিত উল্লেখযোগ্য বই হল  ছায়ামূর্তি, শ্বেতচক্র, সোনার কপাট, শ্মশানে বসন্ত, ঘনশ্যামের ঘোড়া, পারুলদি, মৈনাক, একা, প্রভৃতি।

 

মৃত্যু—

 

৩০ মে ১৯৭৬ সালে তিনি প্রয়াত হন।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট ও উইকিপিডিয়া।।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *