Categories
প্রবন্ধ রিভিউ

মূল্যবান মানব জীবনে জ্ঞান ও বুদ্ধি : স্বামী আত্মভোলানন্দ(পরিব্রাজক)।

ওঁ নমঃ শ্রী ভগবতে প্রণবায় ….!

আমাদের মূল্যবান মানব জীবনে জ্ঞানকে কখনই বুদ্ধিমত্তার সাথে গুলিয়ে ফেলা উচিত নয়। জ্ঞান আর বুদ্ধির মাঝে অনেক অনেক পার্থক্য রয়েছে, জ্ঞান এবং বুদ্ধিমত্তা উভয়ই সম্পূর্ণ আলাদা। *বুদ্ধি* হল কোন কিছু দ্রুত আয়ত্ব বা বিশ্লেষণের ক্ষমতা। আর, *জ্ঞান* হল অভিজ্ঞতা আর বুদ্ধির সঠিক প্রয়োগ। *জ্ঞানী ব্যক্তি মাত্র বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিমান হলেই সবাই জ্ঞানী নাও হতে পারে।*

যেমন, প্রতারক প্রতারণা করে, চতুর ছলচাতুরী করে, চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, নিন্দুক পরের নিন্দা করে বুদ্ধির দ্বারা। উদাহরণ: একজন চোরকে অবশ্যই বুদ্ধিমান হতে হয়, তা না হলে ধরা পরে যাবে। যে কোন দুর্নীতিবাজ কিংবা চাটুকারদের বেশ বুদ্ধি থাকে, কিন্তু বুদ্ধিকে ব্যবহার করে ভিন্ন দিকে, এজন্য তারা জ্ঞানী নয়। জ্ঞান হল প্রজ্ঞা, জ্ঞানী ব্যক্তি অবশ্যই প্রজ্ঞাবান, বুদ্ধিমান।

জ্ঞানী, কখনোই বুদ্ধির অপপ্রয়োগ করতে উৎসাহী হন না। বুদ্ধিমান, প্রয়োজনে বুদ্ধির অপপ্রয়োগে লিপ্ত হতেই পারেন। তাই, আমাদের মূল্যবান মানব জীবন শূন্য দিয়ে শুরু, আর শূন্য দিয়েই শেষ, মধ্যবর্তী সময়ে যে টুকু রয়ে যায়, সেটাই বিশেষ! সেটাই হল জ্ঞান, প্রজ্ঞা, জ্ঞানী ব্যক্তি অবশ্যই জ্ঞানবান, প্রজ্ঞাবান এবং বুদ্ধিমান ও। তবে দুখের বিষয় বর্তমানে কলি যুগে জ্ঞানীজন বড় অসহায়, প্রতারকদের দপদপা।
জগৎ গুরু ভগবান স্বামী প্রণবানন্দজী মহারাজের শুভ ও মঙ্গলময় আশির্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক… এই প্রার্থনা করি…!
ওঁ গুরু কৃপাহি কেবলম….!

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *