Categories
প্রবন্ধ

স্মরণে খ্যাতনামা বাঙালি চিত্রশিল্পী বামাপদ বন্দ্যোপাধ্যায় ।।।

বামাপদ বন্দ্যোপাধ্যায় ১৮৫১ সালের ৬ মার্চ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মাতুললায় জন্মগ্রহণ করেন।  ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল তার।  সরকারি আর্ট কলেজে পড়ে।  বিখ্যাত চিত্রশিল্পী প্রমথ নাথ মিত্রের কাছ থেকে তৈলচিত্র শিখেছেন এবং জার্মান চিত্রশিল্পী বেকারের কাছ থেকে পুরনো চিত্রকর্ম পুনরুদ্ধার পদ্ধতি শেখেন।  ১৮৭৯ খ্রিস্টাব্দ থেকে তিনি স্বাধীনভাবে ব্যবসা শুরু করেন।  ১৮৮১ খ্রিস্টাব্দ থেকে ১৮৮৬ খ্রিস্টাব্দ পর্যন্ত, তিনি উত্তর ভারত সফর করেন এবং এলাহাবাদ (বর্তমান প্রয়াগরাজ), লাহোর, অমৃতসর, গোয়ালিয়র, জয়পুর, যোধপুর ইত্যাদি স্থানের স্থানীয় রাজ্যগুলির রাজা ও মহারাজাদের প্রতিকৃতি আঁকার মাধ্যমে যথেষ্ট খ্যাতি ও অর্থ অর্জন করেন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, যতীন্দ্রমোহন ঠাকুর প্রমুখ তৈলচিত্র এঁকে যশস্বী হয়েছিলেন।  বঙ্কিমচন্দ্রের হাতে আঁকা ‘কৃষ্ণকান্তের উইল’-এর মূল প্রতিকৃতিটি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সংরক্ষিত আছে।

চিত্রকর্ম——-

বামাপদর অন্যান্য বিখ্যাত চিত্র হল –
দুর্বাসা ও শকুন্তলা, জাগলার অ্যান্ড মংকি, উত্তরা ও অভিমন্যু,
শান্তনু ও গঙ্গা।
তিনি নিজের আঁকা পৌরাণিক চিত্রগুলির ওলিয়োগ্রাফ বা নকল-তৈলচিত্রও প্রচার করেছিলেন। বঙ্গীয় কলা-সংসদের কার্যকরী সমিতির অন্যতম সদস্য ছিলেন বামাপদ বন্দ্যোপাধ্যায।

মৃত্যু——

৮১ বৎসর বয়সে ১৯৩২ খ্রিস্টাব্দের ৩রা এপ্রিল প্রয়াত হন বামাপদ বন্দ্যোপাধ্যায়।।

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *