আম্রপালীর রূপে সমস্ত রাজা মহারাজ যখন তাকে পাবার আকাঙ্ক্ষায়
নিজেদের বিকিয়ে দিতে চাইতেন ,
অতুল ঐশ্বর্য নিয়ে তিনি সম্রাজ্ঞীর
মতো জীবন যাপনে ব্যস্ত সুন্দরী
একরাত্রের বেশী কেউ তাকে পায় নি।
কী করে একজন বৌদ্ধ শমন তার হৃদয়
জয় করেছিল এর বিনিময়ে নিজের সমস্ত ত্যাগ করে বুদ্ধের চরণে নিজেকে সমর্পণ করে ছিলেন,
ত্যাগের মহিমায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন
নিঃস্ব ভিক্ষুকের মতো।
এই অপার শান্তি তাকে কোনও রাজা বা রাজ ঐশ্বর্য দিতে পারে নি।
জীবন তাই বলে তুমি ভোগ করে কত সুখ পাবে?
একজন বাউল একজন সর্বত্যাগী সন্ন্যাসীর
যে শান্তি আছে আমাদের কণা টুকু ও
নেই।
আমরা চাই চাই আরও চাই
যখন চলে যেতে হবে একা তখন তো সেই
ভিখারী ,তোমার আপন বলে কেউ নেই
একা একদম একা।