দরিদ্রের আবার দিন আছে
নাকি-
দিনরাত দলবদ্ধ হয়েছে!
এক ফাঁকে কিছু কষ্ট
গোপন রেখেছি
তোমাকে দিতে চাই-
মনের বেদনা গুলো দিবার
প্রথম প্রহরে সেতারে বাজাবে
দেখতে চাই তারা সংগীতের সুরে
কত রূপসী!
আমাকে প্রবঞ্চিত করে
বিকট আওয়াজ করে
আঙুলের ফাঁক দিয়ে পালায়–
রেওয়াজ করিনি কতদিন-
আচ্ছা আমি কি নষ্ট?
কি এমন করেছি-
ভাদ্রের জলে পা ডুবিয়েছি!
পেছন থেকে কেউ বারণ
করেনি-
দু চোখ বিভোর কি জানি কি
ভাবছে পথিক!
দ্বিপ্রহরে খরার তাপে
অনাবৃষ্টিতে এলো বৃষ্টি
পঞ্চম মাসে!
যুগল চোখের ভাষা ছিলো
অস্পষ্ট!
বেশ করেছি পা ডুবিয়ে
কেউ আমায় দিব্যি দেয়নি!