স্বামীজী তোমায় প্রণাম জানাই
তুমি বীর সন্ন্যাসী
পথ দেখিয়েছো মোদের সদাই
ঘুরে সেই পথেতেই যেন আসি।
পুরোভাগে তুমি পিছনে তোমার
অজ্ঞান মানব দল সাথে
ধন্য তুমি বিবেকানন্দ
ঠাকুর মায়ের আশীর্বাদে।
অগ্নিমন্ত্রে জ্বালিয়েছিলে
যেই শিক্ষার আলো
জ্ঞানের সে দ্বার খুলে গিয়েছিল
জ্বেলেছ অন্ধ মনের আলো।
তোমার মুখের বক্তৃতামালা
সাড়া ফেলেছিল দেশে, বিদেশে
তুমিই মহান, অন্ধসংস্কারের
করেছিলে বন্হীসংস্কার শেষে।
কথামৃতের অমৃত বাণী কে
ছড়িয়ে দিয়েছিলে তুমিই
প্রদীপের আলোর মত
মানুষকেও জাগিয়েছো তুমিই।
নারীকে তুমি সম্মান দিয়ে
দিয়েছ সমাজ সংস্কারের মন্ত্র
আজকে তোমায় প্রণাম জানাই
হে স্বামীজী, হে বিবেকানন্দ।।