আমার পছন্দ ছিল
হাল্কা সবুজ রঙ
তুমি দেয়ালে সেই রঙ লাগিয়ে জিজ্ঞেস করেছিলে পছন্দ ?
আমি হেসেছিলাম
আমার হাসিতে কী আছে জানি না
সে সবসময়ই আমার মুখের দিকে তাকিয়ে থাকে আগ্রহ ভরে
আমি কখন হেসে উঠব
এই আশায়
বিশাল শরীর তার
হাল্কা আমিকে নির্দ্বিধায়
বুকের ওপর তুলে নিয়ে
একতলা থেকে দোতলা তিনতলা পেরিয়ে ছাদে নিয়ে গিয়ে বলত এবার আকাশ দ্যাখো
আমি ভয়ে তাকে জড়িয়ে ধরে আকাশ দেখতাম
সেই আকাশের দুটো স্বপ্নময় চোখ দেখে আমার আঁখি আবেশে বুজে যেত
একটুও স্বপ্ন নয়
আমার হৃদয় দিয়ে দেখা একটি জীবন্ত প্রেম।
সদ্য যৌবনার এরকম
প্রস্ফুটিত ফুলের মতো
হাসি যে তার বড় প্রিয় ছিল
এখন এই দিনশেষে
তার আড়বাঁশি টি বাজবে কখন বসে আছি।
Categories