অনেকটা পথ পেরিয়ে এসে দেখি
আমার সবুজ মাখানো
স্বপ্নেরা এসে দাঁড়ায়
চোখে কাজল একটু ভেজা ভেজা
মনখারাপের জলের ফোঁটাগুলো তখনও রেখেছে কালো দাগ গালের আশেপাশে
একটু দাঁড়াই চুপটি করে
মনটি বড় উথাল পাতাল করে
কেমন করে যাব যে সব ছেড়ে
এই মায়ার খেলায় হেরে যাবার শেষে
এমন কি কেউ আছে আমার রাস্তা বড় হোক
সময় লাগুক অনেকদিন
আস্তে আস্তে আমি
নতুন করে ভাবতে বসি আবার
পথ তো আছে বাঁকা সোজা উঁচু নীচু অনেক রকম
ধীরে ধীরে চলি ছুঁয়ে ছুঁয়ে চলি স্বপ্ন গুলো একটু ধূসর হোক
তারপরে তো পৌঁছে যাব ঠিক
একটু না হয় হলই পথে
দেরী।