অক্ষরে অক্ষরে যে কিভাবে আগুন জ্বলে
সেই সাধনায় আছি বহুদিন একাকী
সকলেই ভালোবাসা বোঝে
আমি বুঝি অক্ষরের অক্ষর
অক্ষরের দীর্ঘশ্বাস আছে
আমি তোমাকেও অক্ষর ভাবি
আমাকে আলিঙ্গন করো , চুম্বন করো
এ আমার একান্ত অক্ষর ভালবাসা।
হে অনন্ত , হে অপূর্ণতা আমাদের জীবন
ক্ষোভ , দুঃখ, দীর্ঘ শ্বাস, প্রেম ও বাসনার
নিঃশব্দ দহনে অঙ্কুরিত শব্দের প্রাণ
হে ঈশ্বর! প্রাণ দান করো —-
শব্দ ও অক্ষরের পুনর্জন্ম হোক
শব্দের কাঙালকে শিউলি অক্ষর দাও
দাওয়ায় পিঁড়ি পেতে বসেছে কবি
এবার কলার পাতায় শব্দান্ন খাবে ।।