যৌবনের লাবন্য হলো কলাশাস্ত্র
ঘুমিয়ে থাকে কল্পনার কুটিরে
একান্ত আপন দোঁহে গোপনে!
সমাজ সাদরে সম্ভাষণ করে মধুর এক বন্ধনে,
সৃষ্টি হয় সুন্দর এক জীবনের চিত্রনাট্য!
আজ যৌনতা খুবই উদ্দাম-
সংযমহীন, চলে দিশাহীন সংসর্গে,
অদমিত কিছু বাসনা অতৃপ্ত থাকে-
অতিক্রম করার কোন প্রচেষ্টা নেই,
নেই কোন সৃষ্টির আকুতি,
শুধুই জৈবিক!