Categories
কবিতা

দায়িত্ব থেকে মুক্তি : রাণু সরকার।

পুরানোর প্রতি নেই কোনো মমতা,
মায়ার বন্ধনে আর করবো না বিজড়িত

প্রতিদিন যাকে দিতে হয় তাপ্পি।
তাকে পোষণ করে লাভ কী ?
পরিহার করাই শ্রেয়।

বছরশেষে নতুন বস্ত্র করবো পরিধান
অশ্রুসজল নেত্রে,
সে অশ্রুবিন্দু আমার চিত্তপ্রসাদ ও পরমানন্দের!
কেউ করোনা যেন কটাক্ষ দৃষ্টিপাত,
ক্রন্দনধ্বনি কর্ণে এলে গোপন যন্ত্রণার
উদ্ভাবন হবে।
গতিপথ হবে কর্দমতুল্য পিচ্ছিল।

পুরাতন বছরসকল ছিলো যখন পাশে
ছিলাম তখন শোকাভিভূত।
স্নেহমমতায় হবো না আবদ্ধ হবো দায়মুক্ত।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *