পুরানোর প্রতি নেই কোনো মমতা,
মায়ার বন্ধনে আর করবো না বিজড়িত
প্রতিদিন যাকে দিতে হয় তাপ্পি।
তাকে পোষণ করে লাভ কী ?
পরিহার করাই শ্রেয়।
বছরশেষে নতুন বস্ত্র করবো পরিধান
অশ্রুসজল নেত্রে,
সে অশ্রুবিন্দু আমার চিত্তপ্রসাদ ও পরমানন্দের!
কেউ করোনা যেন কটাক্ষ দৃষ্টিপাত,
ক্রন্দনধ্বনি কর্ণে এলে গোপন যন্ত্রণার
উদ্ভাবন হবে।
গতিপথ হবে কর্দমতুল্য পিচ্ছিল।
পুরাতন বছরসকল ছিলো যখন পাশে
ছিলাম তখন শোকাভিভূত।
স্নেহমমতায় হবো না আবদ্ধ হবো দায়মুক্ত।