সে খুব ভালো, সত্যিই ভালো,
—আমার বলা ভুল হবে।
কোন একদিন ছিল মেঘের ঘনঘটা-
ঠিক সন্ধ্যায় সে আমাকে স্পর্শ করে।
কিন্তু আমার একটুও ভালো লাগেনি,
ভালো কিছু করলে হৃদয়ে থাকতো।
সে আমার উদ্দেশ্যে গানের দু’কলি গেয়েছিলো,
কিন্তু আমার কাছে এসে তো গায়নি-
সেই সুর আমার কানে আজো বাজে, যন্ত্রণা দেয়।