দেখো, ভীষণ দুর্লভ
অনেক কষ্টে করে পেয়েছো-
ভালো করে মাখামাখি করে খেও!
অত্যন্ত দরিদ্র তো তাই বলা-
একবার দেখে নিও অন্যের
উচ্ছিষ্টান্ন কিনা?
না গো দরিদ্র হলেও ভুক্তবিশিষ্ট নয়!
ভালো করে চেটেপুটে আহার গ্রহণ
কোরো-
তৃপ্তির পূর্ণতা পাবে!
যখন প্রেমে বিতৃষ্ণা লাগবে-
তখন হিতাহিতজ্ঞানশূন্য না হয়ে-
সমস্ত বিষাদ গুলো নিক্ষেপ কোরো
অগ্নিতে দেখবে সব নিষ্পন্ন হবে।
যখন মহানুভবতা মনোভাব হবে-
তখন সাষ্টাঙ্গে প্রণত করো মানসিক শান্তি
আসবে!
কামনা,বাসনা,আরো যাকিছু আছে
সব নদীতে নিরঞ্জন দিয়ে ভুলেও
দৃষ্টিবিনিময় করবে না-
কেনোনা ওদের আকর্ষণ শক্তি ভীষণ
প্রখর,
তোমায় এ পথে আবার টেনে আনবে-
তখন তুমি দুর্বল হয়ে যাবে।