উতলা মনের মত এলে অন্ধকারে ঢেকে
দিশা হারা আমি খুঁজি
তোমাকে দিকে দিকে।
বৃষ্টির ধারা ঝরঝর হয়ে
ঝরে পড়ে মনের মাঝে
ভেজা শরীরে কদম্বের
নীচে একাকী বনমাঝে।
অনেক টা বছর পেরিয়ে
এসে তোমায় পেয়ে ভাবি
সবই কি থাকে সঞ্চিত হয়ে
হঠাৎই পেয়ে গেলাম চাবি?
ঝরঝর ঝরে শ্রাবণ বেলা
হৃদয়ের সাথে কেবলই তার খেলা
অকূলের মাঝে যেতে যেতে কেবলই ভাবে
শ্রাবণ শেষে কোথায় সে হারাবে?
বনমাঝে???