প্রকাশ্যে আসতে তোমার অনেক বাধা জানি
তাই সরে সরে রহি নিজ নিকেতনে ,
বৈরাগ্য বাস করে অবচেতনে।
শুধু সমাপন করে সাঙ্গ করি খেলা
সেখানেও হারানোর ভয় ,
আছ অগোচরে এই ভালো মনে তাই মানি
শুধু থেকো কাছাকাছি অনুভবে পাই যেন
ডাকি যখনই।
Categories
সাধ : শীলা পাল।
