আজ ১৪ অক্টোবর। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
দিবস—–
(ক) বিশ্ব মান দিবস
আজ যাদের জন্মদিন—-
১৯২৭ – রজার মুর, ব্রিটিশ, জেমস বন্ড (চরিত্র) খ্যাত মডেল এবং অভিনেতা।
স্যার রজার জর্জ মুর কেবিই (14 অক্টোবর 1927 – 23 মে 2017) একজন ইংরেজ অভিনেতা ছিলেন। তিনি ছিলেন তৃতীয় অভিনেতা যিনি ইওন প্রোডাকশনস / এমজিএম স্টুডিওস ফিল্ম সিরিজে কাল্পনিক গোপন এজেন্ট জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছিলেন, 1973 থেকে 1985 সালের মধ্যে সাতটি ফিচার ফিল্মে চরিত্রে অভিনয় করেছিলেন। মুর বন্ড হিসাবে সাতটি উপস্থিতি, লাইভ অ্যান্ড লেট ডাই থেকে এ ভিউ পর্যন্ত কিল , ইওন-প্রযোজিত এন্ট্রিতে যেকোনো অভিনেতার মধ্যে সবচেয়ে বেশি।
১৯৩০ – অশোকতরু বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী।
১৯৩০ – সৈয়দ মুস্তাফা সিরাজ ভারতীয় বাঙালি লেখক।
সৈয়দ মুস্তাফা সিরাজ (14 অক্টোবর 1930 – 4 সেপ্টেম্বর 2012) একজন প্রখ্যাত ভারতীয় লেখক ছিলেন। 1994 সালে, তিনি তার পৌরাণিক মানুষ (আলেক মানুষ) উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান, যা তার সবচেয়ে প্রশংসিত কাজ হিসেবে বিবেচিত হয়। 2005 সালে, তার ছোটগল্প “রানিরঘাটার ব্রিটান্টো” অঞ্জন দাসের ফালতু ছবিতে তৈরি হয়েছিল। তিনি প্রায় 150টি উপন্যাস এবং 300টি ছোট গল্প লিখেছেন। তিনি গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কর্নেল নীলাদ্রি সরকার ওরফে “গোয়েন্দা কর্নেল”, গোয়েন্দা কর্নেল।
১৯৩১ – পণ্ডিত নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায় মাইহার ঘরানার ভারতীয় ধ্রুপদী সেতার বাদক।
১৯৪১ – রমা চৌধুরী, বাংলাদের মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনা।
রমা চৌধুরী (১৪ অক্টোবর, ১৯৪১ – ৩ সেপ্টেম্বর ২০১৮) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত একজন বীরাঙ্গনা। ১৯৭১ সালের ১৩ মে ভোরে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিজ বাড়িতে নির্যাতনের শিকার হন। সম্ভ্রম হারানোর পর পাকিস্তানি দোসরদের হাত থেকে পালিয়ে পুকুরে নেমে আত্মরক্ষা করেছিলেন। হানাদাররা গানপাউডার লাগিয়ে পুড়িয়ে দেয় তার ঘরবাড়িসহ যাবতীয় সহায়-সম্পদ। তিনি তার উপর নির্যাতনের ঘটনা একাত্তরের জননী নামক গ্রন্থে প্রকাশ করেন।
১৯৬২ – প্রচেত গুপ্ত, ভারতীয় বাঙালি লেখক ও সাংবাদিক।
প্রচেত গুপ্ত (১৪ অক্টোবর ১৯৬২) একজন বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক। ২০০৭ খ্রিষ্টাব্দে পরিচালক তরুণ মজুমদার তার ‘চাঁদের বাড়ি’ উপন্যাসটি অবলম্বনে একটি বাঙলা চলচ্চিত্র তৈরি করেন।২০১১ খ্রিষ্টাব্দে তার ‘চোরের বউ’ গল্পটি অবলম্বনে পরিচালক শেখর দাস ‘নেকলেস’ নামের একটি চলচ্চিত্র তৈরি করেন। তিনি সমকালীন বাংলা সাহিত্যের একটি পরিচিত নাম। তার কিছু গল্প হিন্দি, ওড়িয়া এবং মারাঠি ভাষাতে অনূদিত হয়েছে। তিনি বাংলা পত্রিকা যেমন ‘উনিশ কুড়ি’, ‘সানন্দা’ এবং ‘দেশ’-এর নিয়মিত লেখক।
১৯৮১ – গৌতম গম্ভীর, ভারতীয় ক্রিকেটার, আই সি সি বর্ষসেরা ক্রিকেটার শিরোপাধারী।
গৌতম গম্ভীর (জন্ম: ১৪ অক্টোবর, ১৯৮১) নয়াদিল্লিতে জন্মগ্রহণকারী ভারতের একজন প্রাক্তন ক্রিকেটার এবং রাজনীতিবিদ। ২০১৯ সাল থেকে তিনি লোকসভার বর্তমান সদস্য। গৌতি ডাকনামে তিনি সমর্থকদের কাছে পরিচিত হয়ে আসছেন। বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তিনি মাঠে নামতেন। ২০১০ সালের শেষার্ধ্ব থেকে ২০১১ সালের শেষার্ধ্ব পর্যন্ত একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন। এক সময় তিনি ভারতের পক্ষ হয়ে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে শীর্ষ রান সংগ্রহকারী ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নবম সর্বোচ্চ রান সংগ্রহকারীর ভূমিকায় অবস্থান করছেন। সহ-খেলোয়াড় বীরেন্দ্র শেওয়াগ তাকে সুনীল গাভাস্কারের পর সেরা উদ্বোধনী ব্যাটসম্যানরূপে উল্লেখ করেছেন।
১৯৮৮ – গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলীয় অল-রাউন্ডার।
১৯৯১ – জান্নাতুল ফেরদৌস পিয়া, বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী, মিস বাংলাদেশ শিরোপাধারী।
১৮৪০ – বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্রি পিসারিয়েভ।
১৮৮২ – আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী নেতা ডি ভ্যালেরা।
১৮৮৪ – লালা হর দয়াল, ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় বিপ্লবী।
লালা হর দয়াল ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি বিদেশে বসবাসকারী ভারতীয়দের ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করার জন্য প্রেরণা ও উৎসাহিত করেছিলেন । এরজন্য তিনি আমেরিকায় গিয়ে গদর পার্টীর স্থাপন করেন। তিনি প্রবাসী ভারতীয়দের মধ্যে দেশভক্তির অনুভব জাগান যা পরবর্তি সময়ে গভীর হয়ে উঠে। কাকোরী কাণ্ডের পর ১৯২৭ সনের মে মাসে লালা হর দয়ালকে ভারতে ফিরে আনার প্রচেষ্টা চালানো হয় যদিও এতে ব্রিটিশ সরকার অনুমতি না থাকায় প্রয়াস ব্যর্থ হয় । কিন্তু ১৯৩৮ সনে তাকে ভারতে আনার পুনরায় চেষ্টা করলে ব্রিটিশ সরকার অনুমতি দেন কিন্তু ১৯৩৯ সনের ৪ মার্চ তারিখে আমেরিকার ফিলাডেলফিয়া নামক স্থানে রহস্যময় ভাবে তার মৃত্যু হয়।
১৮৮৮ – ইংরেজ লেখক ক্যাথারিন ম্যাসফিল্ড।
১৮৯০ – (ক) বিংশ শতকের বিশিষ্ট বাঙালি কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়।
(খ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম রাষ্ট্রপতি।
১৮৯৩ – লিলিয়ান গিশ, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও লেখিকা।
লিলিয়ান ডায়ানা গিশ ( ১৪ অক্টোবর ১৮৯৩ – ২৭ ফেব্রুয়ারি ১৯৯৩) ছিলেন একজন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী এবং পরিচালক ও লেখক। ১৯১২ সালে নির্বাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে শুরু করে ১৯৮৭ সাল পর্যন্ত তার কর্মজীবনের ব্যপ্তি ছিল ৭৫ বছর। তাকে মার্কিন চলচ্চিত্রের ফার্স্ট লেডি হিসেবে অভিহিত করা হয় এবং চলচ্চিত্র অভিনয়ের মৌলিক কৌশলের অগ্রদূত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাকে ধ্রুপদী হলিউড চলচ্চিত্রের সেরা নারী তারকা তালিকায় ১৭তম স্থান প্রদান করে।
১৮৯৪ – মার্কিন কবি ই ই কামিংস ।
১৭৭২ – বাউল কবি লালন শাহ।
১৬৪৪ – পেনসিলভানিয়ার প্রতিষ্ঠাতা উইলিয়াম পেন।
ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-
২০২০ – পৃথিবীকে অতিক্রম করে 2020 TB-9 ও 2020 ST-1 নামের দুটি গ্ৰহাণু।
১৯২৬ – অ্যালেন আলেকজান্ডার মিলনী রচিত জনপ্রিয় শিশুতোষ বই উইননি-দি-পু প্রথম প্রকাশিত হয়।
১৯৩৩ – নাজি জার্মানি কর্তৃক লীগ অব নেশনস ত্যাগ।
১৯৪৪ – জার্মানির নাৎসি বাহিনীর বিখ্যাত সেনাকমান্ডার এরউইন রোমেল হিটলারের আদেশে আত্মহত্যা করে। মার্শাল রোমেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে উত্তর আফ্রিকায় জার্মান বাহিনীর কমান্ডার ছিল এবং ব্রিটিশ সেনাদেরকে মিশরের উত্তরাঞ্চল পর্যন্ত বিতাড়িত করতে সক্ষম হয়েছিল।
১৯৪৬ – লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্যসেবার মান বজায় রাখতে মান নির্ধারক সংস্থা গঠনের বিষয়ে একমত হন। সংস্থাটি পরের বছর কার্যক্রম শুরু করে এবং সে হিসাবে ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস পালিত হয়।
১৯৫৩ – জর্দান নদীর পশ্চিম উপকূলীয় কাবিহ গ্রামে সশস্ত্র ইহুদিবাদীরা নির্যাতনের নতুন অধ্যায়ের সূচনা করে। এই গ্রামে ইহুদিবাদীরা টানা দুই দিন আগ্রাসী হামলার মাধ্যমে নিরীহ ফিলিস্তিনীদের ওপর নির্বিচার গণহত্যা চালায় এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করে।
১৯৫৫ – পূর্ববাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়।
১৯৫৬ – বাবাসাহেব আম্বেদকর তার ৩,৮৫,০০০ অনুসারীসহ সনাতন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।
১৯৬৪ – তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব নিকিতা ক্রুশচেভ বহিস্কৃত হন।
১৯৭১ – মার্কিন নভোযান মেরিনার-৯ প্রথম খুব কাছে থেকে নেওয়া মঙ্গলের ছবি পৃথিবীতে পাঠায়।
১৯৮৬ – আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার শুরু হয়।
১৯৯৩ – হাইতির বিরুদ্ধে পুনর্বার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।
১৯৯৭ – বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও যুক্তরাষ্ট্রের মেসার্স স্মিথ কো-জেনারেল (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে বেসরকারি খাতে বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্লান্ট স্থাপনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত।
১৮০৬ – ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ইয়েনার যুদ্ধ সংঘটিত হয়।
১৮৮২ – পাকিস্তানের লাহোরে ভারতীয় উপমহাদেশের চতুর্থ পুরাতন সর্ব্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান (পাকিস্তানে প্রথম) পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-
২০২২ – বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র সিরিজ হ্যারি পটারে হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা রবি কোলট্রেন।
অ্যান্টনি রবার্ট ম্যাকমিলান ওবিই (30 মার্চ 1950 – 14 অক্টোবর 2022), পেশাদারভাবে রবি কোল্ট্রান নামে পরিচিত , একজন স্কটিশ অভিনেতা ছিলেন। হ্যারি পটার ফিল্ম সিরিজে রুবিউস হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করার জন্য 2000 এর দশকে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন । নাটকে তার সেবার জন্য রানি দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক 2006 সালের নববর্ষ সম্মানে তাকে OBE নিযুক্ত করা হয়েছিল । 1990 সালে, কোলট্রেন ইভিনিং স্ট্যান্ডার্ড ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ড পান – কমেডির জন্য পিটার সেলার্স অ্যাওয়ার্ড । 2011 সালে, তিনি ব্রিটিশ একাডেমি স্কটল্যান্ড পুরস্কারে চলচ্চিত্রে তার ” অসামান্য অবদানের জন্য” সম্মানিত হন ।
১৯৪৩ – জিমি ম্যাথুজ, অস্ট্রেলীয় ক্রিকেটার।
টমাস জেমস ম্যাথুজ (জন্ম: ৩ এপ্রিল, ১৮৮৪ – মৃত্যু: ১৪ অক্টোবর, ১৯৪৩) দক্ষিণ অস্ট্রেলিয়ার মাউন্ট গাম্বিয়ার এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিয়েছেন। দলে তিনি মূলতঃ লেগ ব্রেক বোলিং করতেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন জিমি ম্যাথুজ। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ভিক্টোরিয়ার পক্ষে খেলেছিলেন তিনি।
১৯৫৬ – মহেন্দ্রনাথ দত্ত, বাঙালি লেখক ও স্বামী বিবেকানন্দর অনুজ।
মহেন্দ্রনাথ দত্ত (১ আগস্ট ১৮৬৮ — ১৪ অক্টোবর ১৯৫৬) ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এক ভক্ত, গৃহী সন্ন্যাসী ও লেখক। তিনি ভারতীয় হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দর অনুজ।
১৯৮০ – শুট ব্যানার্জী, ওরফে শরদিন্দুনাথ ব্যনার্জী, ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার।
শরদিন্দুনাথ বন্দ্যোপাধ্যায় (সুঁটে ব্যানার্জী নামে পরিচিত) (জন্ম: ৩ অক্টোবর, ১৯১১ – মৃত্যু: ১৪ অক্টোবর, ১৯৮০) তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের কলকাতায় জন্মগ্রহণকারী ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৪৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
১৯৮৪ – রবীন্দ্রবিশারদ পুলিনবিহারী সেন ।
পুলিনবিহারী সেন( ১১ আগস্ট, ১৯০৮ ― ১৪ অক্টোবর, ১৯৮৪) খ্যাতনামা রবীন্দ্র বিশারদ। তিনি নিরবচ্ছিন্নভাবে, পরম নিষ্ঠার সঙ্গে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রবীন্দ্রচর্চা ও গবেষণায় এক অসামান্য দৃষ্টান্ত রেখে গেছেন। দিনেন্দ্রনাথ ঠাকুর যেমন রবীন্দ্র সঙ্গীতের ভাণ্ডারী ছিলেন, পুলিনবিহারী ছিলেন রবীন্দ্র রচনা ও সাহিত্যের ভাণ্ডারী।
১৯৮৯ – বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈল চক্রবর্তী।
শৈল চক্রবর্তী (English Shaila Chakraborty) ( ৯ ফেব্রুয়ারি, ১৯০৯ – ১৪ অক্টোবর, ১৯৮৯), পুরো নাম শৈলনারায়ণ চক্রবর্তী ছিলেন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, ইলাসট্রেটর, কার্টুন শিল্পী, পুতুল শিল্পী এবং গ্রন্থকার। তিনিই বাংলায় ‘স্ট্রিপ’ কার্টুনের প্রবর্তন করেন। শিশু সাহিত্যের জন্য ভারত সরকারের রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন।
১৯৯৯ – জুলিয়াস নেরিরি, তাঞ্জানিয়ার ঔপনিবেশ-বিরোধী কর্মী ও রাজনীতিবিদ।
জুলিয়াস কামব্যরেজ নেরিরি (১৩ই এপ্রিল ১৯২২ – ১৪ই অক্টোবর ১৯৯৯) একজন তাঞ্জনিয়ান ঔপনিবেশ-বিরোধী কর্মী ও রাজনীতিবিদ । তিনি ১৯৬১ থেকে ১৯৬২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে এবং ১৯৬৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে ট্যাংগানিকা কে শাসন করেন, যার পর তিনি ১৯৬৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এর উত্তরাধিকারী রাষ্ট্রকে নেতৃত্ব দেন রাষ্ট্রপতি হিসেবে। তিনি তাঙ্গানিকা আফ্রিকান ন্যশনাল ইউনিয়ন পার্টি এর প্রতিষ্ঠাকালীন সদস্য, যে সংগঠনটি ১৯৭৭ সালে চামা চা মাপিন্দুজি পার্টি তে পরিণত হয়। তিনি ১৯৯০ সাল পর্যন্ত এই সংগঠনটিকে নেতৃত্ব দেন। মতাদর্শগতভাবে তিনি একজন আফ্রিকান জাতীয়তাবাদী ও সমাজতন্ত্রী ,যিনি উজামা নামক একপ্রকার রাজনৈতিক দর্শন প্রচার করেন।
১৫১৪ – পণ্ডিত কবি এবং সম্রাট আকবরের সভাশিক্ষক ফয়েজি ।
।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।