অরুণ মিত্র রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং অনুবাদক হিসাবেও বিখ্যাত ছিলেন। পেশাগতভাবে, তিনি একজন অধ্যাপক ছিলেন।
জন্ম ও শিক্ষা—
কবি অরুণ মিত্র ১৯০৯ সালের ২ নভেম্বর বর্তমান বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হীরালাল মিত্র এবং মাতার নাম যামিনীবালা দেবী। অরুণ মিত্র অল্প বয়সেই কলকাতায় চলে আসেন। তাঁর শিক্ষাজীবন শুরু হয় কলকাতার বঙ্গবাসী স্কুলে। তিনি ১৯২৬ সালে এই বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২৮ সালে বঙ্গবাসী কলেজ থেকে আইসিএস পরীক্ষায় এবং ১৯৩০ সালে রিপন কলেজ (বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ) থেকে ডিস্টিঙ্কশনসহ বিএ পাস করেন। এই সময়ে তিনি সাহিত্যের চেয়ে সঙ্গীতের প্রতি বেশি আগ্রহ দেখান। এই সময়েই ভিক্টর হুগোর উপন্যাসগুলি ইংরেজি অনুবাদে পড়া হয় এবং তিনি ফরাসি সাহিত্যের প্রতি আকৃষ্ট হন এবং ফরাসি ভাষা শিখতে শুরু করেন। বিএ পাস করার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ শুরু করেন।
কর্মজীবন—
বাবা-মায়ের বড় ছেলে হওয়ায় পারিবারিক দায়িত্বের চাপে এমএ না করেই ১৯৩১ সালে আনন্দবাজার পত্রিকায় চাকরি নিতে বাধ্য হন। তিনি ১৯৪২ সাল পর্যন্ত আনন্দবাজার পত্রিকায় কাজ করেন। এ সময় তিনি বিভিন্ন সাংবাদিক, বুদ্ধিজীবী, কবি ও সাহিত্যিকদের সঙ্গে পরিচিত হন। বিশিষ্ট সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী সত্যেন্দ্রনাথ মজুমদার ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে তাঁর নিকটাত্মীয় ছিলেন। আনন্দবাজার পত্রিকায় কাজ করার সময় অরুণ মিত্র মার্কসবাদের প্রতি আকৃষ্ট হন। তার ভিত্তিতে ‘বেঙ্গিয়া প্রগতি লেখক সমিতি’ ও ‘সোভিয়েত সুহৃদ সমিতি’র সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। আনন্দবাজার ছেড়ে তিনি সতেন্দ্রনাথ মজুমদার সম্পাদিত ‘অরণি’ পত্রিকায় যোগ দেন। ফরাসি সরকারের আমন্ত্রণে, ১৮৪৮ সালে তিনি একটি বৃত্তি গ্রহণ করেন এবং গবেষণার উদ্দেশ্যে ফ্রান্সে যান। গবেষণা কাজের স্বীকৃতিস্বরূপ তিনি প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পান। ফরাসি সাহিত্য অধ্যয়ন করার পর, তিনি ১৯৫২ সালে দেশে ফিরে আসেন এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপকের পদ গ্রহণ করেন। এরপর পরিবারটি বিশ বছর এলাহাবাদে বসবাস করেন। তিনি ১৯৭২ সালে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন এবং কলকাতায় ফিরে আসেন।
সাহিত্য—
শুধু রাতের শব্দ নয় কাব্যগ্রন্থটি ১৯৭৯ সালে রবীন্দ্র পুরস্কারে এবং খুঁজতে খুঁজতে এতদূর কাব্যগ্রন্থখানি ১৯৮৭ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হয়। তার কাব্য সংকলন পনেরো খণ্ডে প্রকাশিত হয়েছে। তার মৌলিক কাব্যগ্রন্থগুলি হল শুধু রাতের শব্দ নয়, প্রথম পলি শেষ পাথর ও খুঁজতে খুঁজতে এতদূর, প্রান্তরেখা , উৎসের দিকে , ঘনিষ্ঠ তাপ, মঞ্চের বাইরে মাটিতে ।
গ্রন্থাবলী—
বাংলায় তিনি একাধিক গ্রন্থ অনুবাদও করেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ভারত: আজ ও আগামীকাল , কাঁদিদ বা আশাবাদ , সে এক ঝোড়ো বছর, ভারতীয় থিয়েটার, গাছের কথা, মায়াকোভস্কি , সার্ত্র ও তাঁর শেষ সংলাপ, অন্যস্বর ও পল এলুয়রের কবিতা ।
১৯৯০ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি. লিট. উপাধি প্রদান করে। ফরাসি ভাষা এবং ফরাসি সাহিত্যের উপর ক্রমাগত গবেষণার জন্য তিনি ১৯৯২ সালে ফরাসি সরকার কর্তৃক লিজিয়ন অফ অনারে ভূষিত হন। লেখকের স্ত্রী শান্তি মিত্র (সত্যেন্দ্রনাথ মজুমদারের ভাইঝি) হলেন প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী তৃপ্তি মিত্র, অগ্রজা, বিখ্যাত অভিনেত্রী ।
মৃত্যু–
২০০০ সালের ২২ আগস্ট কলকাতায় অরুণ মিত্র প্রয়াত হন।
।।তথ্য: সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।