Categories
রিভিউ

জীবন বদলে দেওয়া শ্রী রামকৃষ্ণ দেবের কিছু বাণী।

যতক্ষন তোমার সঙ্গে বাসনা, ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ..”

— Sri Ramakrishna Paramahamsa

 

“আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না বাবা, সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়েতো এক জনের কাছেই তো যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো”

— Sri Ramakrishna Paramahamsa

 

“জীবনে শান্তি পেতে মনের ময়লা গুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা, মনে যতক্ষণ কাম, কোদ্ধ, লোভের বাস সেখানেই সর্বনাস।”

— Sri Ramakrishna Paramahamsa

 

“মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তি ও আছে, এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনা কে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে।”

— Sri Ramakrishna Paramahamsa Dev

 

“তোমার মন কে ভেদা ভেদ শূন্য করতে শেখ তবেই তুমিও যে কোন কাজের মধ্যেই  ভক্তি রস খুজে পাবে।”

— শ্রী রামকৃষ্ণ পরমহংসের অমৃত বাণী

 

 

“ইশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহিপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক, তাই মানুষকে ইশ্বর হিসাবে সেবা কর এবং মনের ভেদ কে দূরে সরাও।  “

— Sri Ramakrishna Paramahamsa

 

 

“তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ।”

— Sri Ramakrishna Paramahamsa

 

“যে ব্যক্তি কোন স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন।”

— Sri Ramakrishna Paramahamsa

 

“তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ? যখন তোমার আমার সবার গন্তব্য সেই এক জনেরই কাছে।”

— Sri Ramakrishna Paramahamsa

 

“তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তিই না থাকে তবে সবই নিরর্থক”

— Sri Ramakrishna Paramahamsa

 

 

“সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা, এই পথ বড়ই কঠিন।”

— Sri Ramakrishna Paramahamsa

 

 

“যে ব্যক্তি কোন স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন।”

— শ্রী রামকৃষ্ণ বাণী

 

“মনের মধ্যে বিষয় বাসনা নাম যস ক্ষ্যাতি সুখের চিন্তা নিয়ে ইশ্বরের সব সাধনাই বৃথা বাবা”

— Sri Ramakrishna Paramahamsa

 

“যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ইশ্বর কে পেতে হলে সত্‍ কর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন।”

— Sri Ramakrishna Paramahamsa

 

“মুখে যতই ভগবান ভগবান কর না কেন যত দিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিছো, তত দিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র।”

— Sri Ramakrishna Paramahamsa

 

“সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোন দিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পরবে না।”

— Sri Ramakrishna Paramahamsa

 

“মন কে শান্ত করতে হলে, তোমার কাছে যা আছে তার জন্য ইশ্বর কে মন থেকে ধন্যবাদ জানাও, তার সাথে প্রেমের বন্ধন তৈরি কর দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে।”

— Sri Ramakrishna Bani in bengali

 

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

 

 

 

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *