Categories
প্রবন্ধ

বিশিষ্ট ভারতীয় বাঙালি নট, নাট্যকার, নির্দেশক, মঞ্চ পরিকল্পক চন্দন সেন -একটি বিশেষ পর্যালোচনা।

বাংলা চলচ্চিত্রের জগতে চন্দন সেন এক অতি পরিচিত নাম। তাঁর ক্ষুরধারা অভিনয় প্রতিটি দর্শকের মন জয় করেছে।

চন্দন সেন একজন বাঙালি মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা, নাট্যকার এবং পরিচালক। অভিনয় ছাড়াও রাজনীতির আঙিনায় তিনি পরিচিত মুখ। তবে রাজনীতির বাহিরে তিনি একজন দক্ষ অভিনেতা হিসেবেই সকলের কছে পরিচিত।

কর্মজীবন—–

 

চন্দন সেন ১৯৬৩ সালের ২৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে বাংলা থিয়েটারে অভিনয় শুরু করেন। তিনি ১৯৯৭ সালে একজন সৃজনশীল পরিচালক এবং একজন অভিনেতা হিসেবে নাট্য আনান থিয়েটার গ্রুপে যোগ দেন।  এরপর থেকে তিনি অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন।

 

চলচিত্র—–

 

 

 

ব্যোমকেশ বক্সি (2015)

দ্য রয়েল বেঙ্গল টাইগার (2014)

ব্যোমকেশ ফিরে এলো (2014)

তান (2014)

আবার ব্যোমকেশ (2012)

চোরা বালি (2011)

হেটে রোইলো পিস্তল (2011)

তারা (2010)

ম্যাডলি বাঙালি (২০০৯)

ফেরা (2008)

উদ্বাস্তু (2006)

আবর আসবো ফেরে (2004)

বো ব্যারাক ফরএভার (2004)

তিরন্দাজ শবর (2022)

মানিকবাবুর মেঘ (২০২১)

সিন্ডিকেট (2021)

বাম্পার (শর্ট ফিল্ম) (2020)

কিডন্যাপ (2019)

মাটি (2018)

 

পুরস্কার——

 

তিনি অভিনন্দন ব্যানার্জী পরিচালিত ২০২১ সালের চলচ্চিত্র ‘দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান’ (মানিকবাবুর মেঘ) তে অভিনয়ের জন্য রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন।

 

 

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *