Categories
প্রবন্ধ

যোগেন্দ্রনাথ গুপ্ত – বাংলা ভাষায় প্রথম বিয়োগান্তক বা ট্র্যাডেজি নাটক রচয়িতা।

যোগেন্দ্রনাথ গুপ্ত একজন লেখক ও গবেষক।  তিনি বাংলা ভাষায় প্রথম ট্র্যাজেডি  নাটক কীর্তিবিলাস রচনা করেন।  শিশুভারতী নামে বিখ্যাত সংকলনের সম্পাদনা তাঁর উল্লেখযোগ্য কীর্তি।  তিনি কৈইশোরক পত্রিকার সম্পাদক ছিলেন।  তাঁর রচিত বাংলার ডাকাত বইখানি উল্লেখযোগ্য।  ইতিহাস ও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তাঁর গবেষণামূলক অবদান চিরস্মরণীয়।

 

জন্ম ও শৈশব——–

 

যোগেন্দ্রনাথ গুপ্ত ২২ মার্চ ১৮৮৩ সালে জন্মগ্রহণ করেন। বর্তমান বাংলাদেশের ঢাকার মূলচরের নিবাসী ছিলেন তিনি। মাতা মোক্ষদাসুন্দরী।

 

রচিত গ্রন্থ——

 

অল্পবয়সেই যোগেন্দ্রনাথ সাহিত্যচর্চা শুরু করেন। ইতিহাস ও সাহিত্যের বিভিন্ন বিভাগে তার গবেষণামূলক অবদান বিশেষভাবে স্মরণীয়। তিনি বিশ্বের ইতিহাস ২১ খণ্ডে রচনা করেছিলেন।  ১০০টিরও বেশি বই লেখেন।  তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল –

 

ধ্রুব, প্রহ্লাদ, ভীমসেন, বঙ্গের মহিলা কবি, বাংলার ডাকাত, বিক্রমপুরের ইতিহাস, কেদার রায়, কল্পকথা (ছোটগল্প), তসবীর (নাটক), হিমালয় অভিযান, কবিতা মঞ্জরী, সাহিত্যিক।

 

মৃত্যু—

 

মে, ১৯৬৫ সালে তিনি প্রয়াত হন।

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *