ঘুরিফিরি একতারা হাতে,
বুলি চলে তরঙ্গের সাথে,
অন্তরঙ্গ বন্ধু টুং টাং
চায় বাজতে।
নদীর ঘাটে বসে,
তাকিয়ে থাকি উদাস মনে,
পড়বো তার শ্রীচরণে,
দেখা যদি পাই কোনক্রমে।
ঘুম আসে না রাত্রি হলে,
তাকিয়ে থাকি জানালা খুলে,
সকালসন্ধ্যা জপি তারে,
আসে না সে আমার দ্বারে।
দূর হতে দেখি তারে অস্পষ্ট চোখে,
পাষাণ সে আসে না তবু আমার সম্মুখে।
ওগো, আমার মনের মানুষ
আমি দেখতে চাই তোমায়!
তোমার দেখা না পেলে প্রাণের
পাখি যাবে উড়ে
খাঁচাটি মিশবে কালো ধোঁয়ায়।
প্রাণপাখি যাবো যাবো করছে
স্বজনেরা কে কোথায় আছো
এসো কাছে,
মনের মানুষ,স্মরণ করিয়ে দিও
তোমার নাম মনে করে,
অতি কষ্টে খাঁচার মায়া ত্যাগ করে
পাখি দিলো উড়াল খাঁচা চললো
পালকি চড়ে।
সোনার খাঁচা পুড়ে হলো এক মুঠো ছাই,
কিছু ভুল ছিলো হয়তো আমার দেখা দিলো না তাই।