Categories
কবিতা

ধর্মের মানদণ্ড ::: প্রবীর কুমার চৌধুরী।।

সবার মাঝে ভালোই আছি আমি ,
তুমি ? কি বললে ,জানেন অন্তর্যামী ?
কবে নিলে এই মৌনব্রত,
মুখে তো ফুলঝুরি ছুটতো শত,শত
কবিতায় খুঁজি লিখছো কই?
দেখছি নাতো তোমার উল্লসিত হৈচৈ।
এখন ভীষণ হট্টগোল,
এবার লেখায় তোলো শোরগোল ।

স্বর্গের সিঁড়ি ভেঙেছে,
সুখের গানগুলিও থেমেছে ,
এখন স্বপ্নগুলো দুঃস্বপ্নের কোলে দোল খায়-
ছদ্মবেশী বর্গির আনাগোনায়।
অহংকার আর দর্পের ছবি একই ফ্রেমে-
আমি দেখি জানালায় বসে। জানিনা কোন ভ্রমে-
বিধাতার হিসাবের খাতা ভুলে ভরা,
ধর্মের মানদন্ডে মানুষকে মাপছে এ ধরা।

সংরক্ষিত
গড়িয়া,কলকাতা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *