এলে তুমি দেখাদিয়ে গেলে,তোমার লক্ষ্যে কত কিছু ঘটছে কিছুই কি করার শক্তি নেই তুমিতো সবই জানো- তুমি শক্তি দাতা মা- দুর্গতিনাশিনী-
জাতিধর্ম নির্বিশেষে সবাইকে পারলে না তো করতে সবার সাথে সবার মিত্রতা রক্ষা করতে-
তুমি কেমন মা গো সন্তানের কষ্ট দেখে থাকো নিস্তব্ধ?
কোনবারই হয়না আশা পুরণ তুমি তো শক্তির আধার-
কেনো পারো না সবার মুখে ফোটাতে ফুল?
কারুর চোখ সর্বদা অশ্রুসিক্ত
কারুর কাষ্ঠহৃদয় ফেটে চৌচির,
কারুর খিদের জ্বালায় পেটের কিট করে নৃত্য।
দামি পোশাক জোটে যাদের আনন্দে থাকে তারা-
আবার কারুর জোটেনি কিছুই-
তবুও হৃদয়ের ব্যথা চেপে একবার দেখে আসে তোমাকে দালানে গিয়ে।
তোমার কি একটু দয়া হয় না মাগো,
এতো যাদের ব্যথা তাদের প্রতি একটুও কি হয়
তোমার করুণা।
কবে করবে মাগো দুষ্টের দমন? তুমি মা তুমি নারী
তোমার দৃষ্টির সম্মুখে হয় শ্লীলতাহানি তবু তুমি করো না বিনাশ- বারংবার দুষ্টেরা করে জয়লাভ-
ওদের মন যেন হয় পবিত্র অপবিত্রতা করো দূর তা না হলে দূষণ ছড়িয়ে পড়বে ছোট বড় বসার মধ্যে।
তুমি তো চলে যাবে মাগো যাবার আগে কিছু একটা
করে যেও, তোমার শ্রীচরণ ধরে করি মিনতি।
কবে যে থামবে দুষ্টের কোলাহল অপেক্ষায় একা একা কাটে সারাবেলা-
অতীতে তোমার আসার আগে থেকেই আনন্দে থাকতাম মাতোয়ারা কাশফুল শিউলিফুল ওদের সাথে ওদের মধ্যে তুমি তুমি গন্ধ মাখা।
এখন শুধুই হিংস্রেদের নিশ্বাসে নরখাদকের গন্ধ বাতাস ঘঠায় অগ্নিকাণ্ড।
অনেক কষ্ট এই হৃদয়ে- আজ বিশ্ব জুড়ে হাহাকারের ধ্বনি, হঠাৎ করে মৃদু হেসে বলি আবার এসো মা তুমি।