এত রক্তের নেশা কেন?
তোমাদের মায়েরা কি ক্ষমার চোখে দেখবে –
এত মমতাময়ীর বুকখালি?
আসলে তোমরা তো প্রসব যন্ত্রনা জানোনা –
অনুভব করোনি কখনো ,কোন মুহূর্তে ।
স্বর্গে যাওয়ার যে মিথ্যা অভিলাষে তুমি,
আসলে মৃত্যুর সাঁকোতে গড়িয়ে যাচ্ছো –
নরকের গন্তব্যে ।
রক্ত নদীর তুফানেই তোমার –
পারাপারের নৌকা ডোবে, ভীষণ ক্ষোভে।
বয়সের ভারে,ভারে একদিন অনুশোচনায় জ্বলবে,
চোখের জলে কোনদিন কি জয় আসবে?
সব রক্তই যে আদি পিতার মহাদান,
আজ বেদনায় আদম ও ইভের অশ্রুস্নান।
দেখ হৃদয়ের গহীনে ঘুমিয়ে আছে মহাজ্ঞানী মহান …..।