কুয়াশার আড়ালে তন্বী মেয়েটি আনমনা,
ভরন্ত ধানের ক্ষেতের মত গর্ভিনী পরবিনী
সোনারঙ উছলে পরে আড়াল সরে গেলে
ফসল ভরা যৌবন তার অহংকার।
চোখে তার কামনার উগ্র চাহনি
সুবাস ছড়িয়ে পড়ে দিক থেকে দিকে।
পৌষের অবেলায় গৃহস্থের উঠোনে
তার আরাধনা শুরু হয়
প্রদীপের আলোয় আলোকিত যুবতী দেবীরূপে
প্রতিষ্ঠিতা ।তন্বী মেয়েটি মাতৃ রূপে
কল্যাণী জননী র প্রশান্ত হাসি
সংসারে তার আলো কুয়াশা সরিয়ে দেয়।
Categories
উর্বরা : শীলা পাল।
