Categories
নারী কথা প্রবন্ধ

স্মরণে, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী রেণুকা দাশগুপ্ত।

রেণুকা দাশগুপ্ত (২২ আগস্ট ১৯১০ — ১ জানুয়ারি ১৯৯১) একজন বাঙালি গায়িকা ছিলেন, যিনি অতুলপ্রসাদ সেনের সেরা পরিচিত গায়িকা হিসেবে বিবেচিত ছিলেন। তিনি অতুলপ্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম ও দিলীকুমার রায়ের সরাসরি শিষ্য ছিলেন।

রেণুকা দাশগুপ্ত পশ্চিমবঙ্গের কোন্ননগরে জন্মগ্রহণ করেন। তিনি গয়া, ঢাকা ও কলকাতায় বসবাস করতেন। তিনি সাহানা দেবী, অতুলপ্রসাদ সেন, কনক বিশ্বাসের খুডতুতো ভাই। রেণুকা দাশগুপ্ত ১৯২০ এর দশকের শেষদিকে ঢাকায় টিকাটুলিতে কামরুন্নেসা গার্লস হাই স্কুলে সঙ্গীত শিক্ষা নেন। তিনি হীরেন্দ্র চন্দ্র দাশগুপ্তকে বিয়ে করেন। তিনি ১৯৩০ দশকের প্রথম দিকে ভারতীয় প্রকৌশল বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান, শিবপুরে স্নাতক প্রকৌশলী সম্পূর্ণ করেন এবং কলকাতায় স্থায়ীভাবে বসবাস করেন। তিনি কলকাতার বিমান বাহিনীর রেডিও অডিশন কমিটির সাথে যুক্ত ছিলেন।

প্রারম্ভিক কাজ–

তের বৎসর বয়সে রেণুকা প্রথম শ্যামাসংগীতের রেকর্ড করেন। অধিকাংশ রেকর্ড ছিল কীর্তনের। তার কণ্ঠে গীত অতুলপ্রসাদী- পাগলা মনটারে তুই বাঁধ এবং কীর্তনগান – যদি গোকুলচন্দ্র ব্রজে নাহি এল এক সময় বাংলা গানে আলোড়ন এনেছিল। রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতিতে তিনি স্বাচ্ছন্দ্যে ছিলেন। তবে একসময় খ্যাতির অন্তরালে চলে যান।

রবীন্দ্রসংগীত—-

দিনের পরে দিন যে ছিল (১৯৩৫)

আমার কি বেদনা (১৯৩৫)

বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক

কত কথা তারে ছিল বলিতে

তোমার সুরের ধারা ঝরে যেথায়।

 

নজরুলগীতি–

 

কোন রস-যমুনার কূলে

শুকসারী সম তনুমন মম।

 

অতুল প্রসাদ—

 

পাগলা মনটারে তুই বাঁধ (১৯৩২)

এমনও বাদলে তুমি কোথা

নিদ নাহি আখিপাতে

এসো দুজনে খেলি

ওহে জগৎ কারণ (১৯৬৯/৭০)

চাঁদনী রাতে

আমর চোখ বেঁধে ভবের খেলায়

যদি তোর হৃদ-যমুনা

কে গো গাহিলে

ওগো সাথি মম সাথি

শুকতারা তোমার ছলো ছলো আখি

আমারও প্রাণ কোথা যায়

সে ডাকে আমারে

কি আর চাহিব বল

তব অন্তরও এত মন্থর

শ্রাবণ ঘনঘটা

আজ আমার শূন্য ঘরে

ক্রন্দসী পথচারিণী।

 

অন্যান্য গান (তালিকা অসম্পূর্ণ)—-

 

যদি গোকুলচন্দ্র ব্রজে না এলো – কীর্তন

আয়ে ভিকরিন প্রেম নাগর কি

কী রূপ দেখিনু কালা – জ্ঞানদাস – কীর্তন

দিনে দিনে দিন যে চলে যায় – ভাটিয়ালী

নন্দনান্দন চন্দে চন্দনা – কীর্তন

মাধব তুনু রাহালি আবার মধুপুর – কীর্তন

ক্ষমিও হে শিব।

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *