Categories
প্রবন্ধ রিভিউ

বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।।।।

জন্ম ও পরিবার—— বর্ধমান জেলার কালনার সন্নিকটস্থ হুগলী জেলার বাকুলিয়া নামক গ্রামে মাতুলালয়ে ২১ ডিসেম্বর,১৮২৭ সালে জন্মগ্রহণ করেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তার আদি নিবাস বর্তমান হুগলী জেলার গুপ্তিপাড়া সন্নিকটস্থ রামেশ্বরপুর। তার পিতার নাম রামনারায়ণ এবং মাতার নাম হরসুন্দরী দেবী।

পিতা মারা যাবার পরে মাতুলালয়ে লালিত-পালিত হন।রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একজন কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার ছিলেন।

শিক্ষাজীবন———-

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ইংরেজি, সংস্কৃত ও প্রাচীন ওড়িয়া কাব্য ও সাহিত্যে তাঁর জ্ঞান ছিল প্রখর। তিনি বাকুলিয়ার স্থানীয় স্কুল ও মিশনারি স্কুলে শিক্ষা শেষ করার পর কিছুকাল হুগলি মহসিন কলেজে অধ্যয়ন করেন। ।

কর্মজীবন—-—

কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সহায়তায় তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় সাহিত্য রচনা শুরু করেন। ১৮৫৫ সালে প্রকাশিত এডুকেশন গেজেটের তিনি সহ-সম্পাদক ছিলেন। গদ্য ও পদ্য উভয় ক্ষেত্রেই তাঁর কাজ সে সময়ের এডুকেশন গেজেটে প্রকাশিত হয়েছিল।
১৮৫২ সালে প্রকাশিত ‘মাসিক সংবাদ সাগর’ এবং ১৮৫৬ সালে প্রকাশিত সাপ্তাহিক ‘বার্তাবাহ’ উভয়েরই সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৮৬০ সালে, তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ৬ মাস অধ্যাপনার পর আয়কর অ্যাসেসর এবং ডেপুটি কালেক্টর হন। এরপর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১১ এপ্রিল ১৮৮৪ খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেন।

রচনাসমগ্র——

তিনি মূলত স্বদেশপ্রেমিক কবিরূপে বিখ্যাত। তাঁর রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী এবং শূরসুন্দরী।
পদ্মিনী উপাখ্যান (১৮৫৮), কর্মদেবী (১৮৬২), শূরসুন্দরী (১৮৬৮), কাঞ্চীকাবেরী (১৮৭৯), ভেক-মূষিকের যুদ্ধ (১৮৫৮), হোমারের কাব্যের অনুবাদ, নীতি কুসুমাঞ্জলি (১৮৭২)।
মৃত্যু— ১৩ মে, ১৮৮৭ সালে তিনি প্রয়াত হন ।

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *