দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শররে মহিলা পরিচালিত নেতাজি নগর সার্বজনীন দুর্গোৎসব এই বছর নবম বর্ষে পদার্পণ করল। মহা সপ্তমীর সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার শুভ সূচনা করেন বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার সহ বিশিষ্ট গুণীজনেরা।
শুরুটা হয়েছিল ২০১৭ সালে, বুনিয়াদপুর পৌর শহরের বুকে নবনির্মিত একটি পাড়ার বাসিন্দারা একত্রিত হয়ে শুরু করেছিল এই মাতৃ আরাধনা। ধীরে ধীরে এই পাড়ার শ্রী বৃদ্ধি হয়েছে, ছোট্ট নেতাজিনগর এখন এক সু বিশাল পরিবার। বুনিয়াদপুর পৌর শহরের বুকে পাড়ার পুজো গুলোর মধ্যে অন্যতম এই পুজা।
এদিন সন্ধ্যায় এই পুজো মন্ডপে উপস্থিত হয়েছিলেন বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক আমল সরকার, উপ পৌর প্রশাসক জয়ন্ত কুন্ডু সহ বিশিষ্ট গুণীজনেরা।