নাদনঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- মাত্র কয়েকদিন আগেই শেষ হল বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব এবং তারপরেই ধন সম্পত্তি এবং সমৃদ্ধির দেবী লক্ষীর পুজো। এরপরেই আপামর বাঙালি মেতে ওঠে শ্যামা মায়ের আবাহনে। দীপান্বিতা অমাবস্য্যায় শ্যামা পুজোতে দীপাবলীর আলোয় আলোকিত হোক বিশ্ব ভুবন। আলোর উৎসবে যেন কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো আজ। আসন্ন শ্যামা পূজো উপলক্ষে আজ নাদনঘাট থানা নাগরিক সমিতির উদ্যোগে নাদনঘাট থানার সভাকক্ষে সন্ধ্যায় শ্যামা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বৃন্দ।এছাড়াও ছিলেন নাদনঘাট থানার নাগরিক সমিতির সদস্যরা। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন নাদনঘাট থানার আইসি বিশ্ব বন্ধু চট্টরাজ।আজকের এই প্রস্তুতি সভায় আসন্ন শ্যামা পুজো যেন নির্বিঘ্নে কাটে সেই নিয়েই আলোচনা হয়। নাদনঘাট থানার অন্তর্গত সাতটি পঞ্চায়েতে এই বছর মোট ৩৯৩ টি শ্যামা পূজো অনুষ্ঠিত হবে বলে জানা যায়। আজ নাদনঘাট থানার আইসি প্রত্যেকটি পুজো কমিটির সদস্য দের পুজো মণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলেন। পথ দুর্ঘটনার কথা মাথায় রেখে মদ্যপান করে গাড়ি না চালানোর কথা বলেন। সর্বদা হেলমেট ব্যবহার করতে বলেন এবং গাড়ির গতি সর্বদা নিয়ন্ত্রণে রাখতে বলেন। উৎসবের দিনগুলোতে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সদা সজাগ থাকতে বলেন।
Categories
আলোর উৎসবে যেন কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো ।