মালদহ, নিজস্ব সংবাদদাতা :- পানীয় জল নিয়ে তুলকালাম। সরকারি সাবমার্সিবল পাম্পের কানেকশন কেটে তৃণমূল কর্মীদের পরিবারকে পানীয় জল থেকে বঞ্চিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিবাদের সূত্রপাত নিকাশির কাজ নিয়ে। ব্যক্তিগত জায়গায় অনুমতি না নিয়ে এলাকার নিকাশির কাজের জন্য পঞ্চায়েত সমিতি থেকে টেন্ডার। কাজের অনুমতি না দিতেই জলের কানেকশন কেটে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় বিজেপির উপপ্রধান।
পুরাতন মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েতের ঝাড়পুকুরিয়া গ্রামের ঘটনা। ওই গ্রামে পঞ্চায়েতের পক্ষ থেকে সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে এলাকায় পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে এলাকার বিজেপি কর্মীরা এই সাবমার্সিবল পাম্পের কানেকশনের তার কেটে দেয়। যার কারণে এলাকার তৃণমূল কর্মীদের বেশ কয়েকটি পরিবার পানীয় জল নিয়ে বিপাকে পড়েছে। তাদের অভিযোগ বিজেপির উপপ্রধান এবং তার স্বামীর মদতে এই কাজ হয়েছে। আরো অভিযোগ তাদের অনুমতি ছাড়া তাদের জায়গাতেই নিকাশির জন্য কাজের টেন্ডার ধরা হয়েছে। তারা কাজের অনুমতি দিচ্ছেন না বলেই এই ঘটনা। যার প্রতিবাদে পানীয় দলের দাবিতে বিজেপির উপ প্রধানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখালেন।
যদিও পাল্টা বিজেপির দাবি, ওই জায়গায় পাকা নিকাশীর ব্যবস্থা নেই। তাদের অনুমতি নিয়েই এলাকার সুবিধার জন্য নিকাশির কাজের টেন্ডার ধরা হয়েছিল। তারা কাজ করতে দিচ্ছে না। যার ফলে নিকাশি না থাকার ফলে ওই রাস্তা দিয়ে জল নিতে যেতে পারছেনা এলাকার অন্যান্য মানুষ। ব্যক্তিগতভাবে তারা সাবমার্সিবল পাম্প ব্যবহার করছে। যার কারণে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। সমগ্র ঘটনা নিয়ে বিজেপি কে তীব্র আক্রমণ করেছে তৃণমূল নেতৃত্ব। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Categories
পানীয় জলের দাবিতে তপ্ত ভাবুক গ্রাম, সাবমার্সিবল পাম্প ঘিরে রাজনৈতিক তরজা চরমে।