পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ হঠাৎ মঙ্গলবার থেকেই লাগু হচ্ছে এস আই আর!,
এদিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে চা চক্রবর্তী বসে একাধিক প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ,এইদিন তিনি বলেন এস আই আর লাগু হবে এই নিয়ে কোন সন্দেহ ছিল না। যারা এখানে এতদিন এস আই আর করতে দেব না বলে বড় বড় ডায়লগ দিচ্ছিল মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। অন্যদিকে এস আই আর লাগু হতেই একদিকে বিজেপির লাড্ডুবিলি অন্যদিকে তৃণমূলের হুমকি! প্রসঙ্গ নিয়ে তিনি বলেন,
এস আই আর নিয়ে বিরাট কোন উৎসাহ বা বিরোধিতা করা উচিত নয়। তৃণমূল দেশবিরোধী পার্টি। তৃণমূল আগে জিএসসির বিরোধিতা করেছে এখন জিএসটির লাভ নিচ্ছে। কাশ্মীরে নিয়ে চেঁচামেচি করে কিছু করতে পারেনি, তিন তালাক গেছে। বিরোধিতা করেও এরা লাইনে এসেছে। লাইনে আসবে নয় বাইরে যাবে।
পাশাপাশি এস আই আর এর আবহে বড়োসড়ো বদলি আমলাদের!, সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন,
প্রতি সমাজে আট মাসে একবার অফিসারদের চেঞ্জ করা হয়। অফিসাররাও কোন কাজ করে না। বিহারে যারা এস আই আরে গন্ডগোল করেছে তারা জেলে গেছে, পশ্চিমবঙ্গে যদি কেউ গন্ডগোল করে সে ডিএম হোক বা BLO হোক নেতাদের কথায় গন্ডগোল করলে জেলে যাবে। চাকরি যাবে।
অন্যদিকে এস আই আর নিয়ে তৃণমূলের মিথ্যাচার ফাঁস! প্রসঙ্গ নিয়ে তিনি বলেন একদিকে তৃণমূল এস আই আর এর বিরোধিতা করছে! অন্যদিকে নিজেরাই পাঁচ হাজার, সাড়ে পাঁচ হাজার বি এল এ টু-এর নাম পাঠিয়ে দিয়েছে। মানুষকে বোকা বানাচ্ছে তৃণমূল। অবৈধ ভোটারদের বাঁচানোর চেষ্টা করছে তবে তা সম্ভব হবে না। বালি মাফিয়া দের বিরুদ্ধে কথা বলায় খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ আরামবাগের পঞ্চায়েত সমিতির সভাপতির,বালির বিরুদ্ধে কয়লার বিরুদ্ধে কথা বললে খুন হয়ে যাওয়া সম্ভাবনাই রয়েছে। সরকারের উচিত তাকে সুরক্ষা দেওয়া।
পাশাপাশি খড়গপুরে মাত্র ৩৫ শতাংশ ম্যাপিং করা গিয়েছে!সেই বিষয় নিয়ে তিনি বলেন
খড়্গপুরের মত কিছু শহর আছে যেখানে বিভিন্ন মানুষের বসবাস। অত্যন্ত গুরুত্ব সহকারে খড়গপুর শহরে এসআইআর করা উচিত। এখানে অনেক সময় বিদেশীরা ঢুকে থাকে। আইআইটি থেকে শুরু করে রেল একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা আছে খড়্গপুরে। তাই এখানে বাড়তি নজর দেওয়া উচিত। খড়গপুর শহরে যে কয়েকটি জায়গাতে ছট পূজা সাধারণ মানুষ যান সেই সমস্ত জায়গাতেও ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। ।
Categories
খড়গপুরে দিলীপ ঘোষের সোজাসাপ্টা বার্তা— “এসআইআর–এ গোলমাল করলে জেলে যাবে অফিসাররাও”।