বহরমপুর, নিজস্ব সংবাদদাতাঃ-মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের সিটি ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবার ১৪ তম বর্ষ। ষষ্ঠীর রাতে সি টি ক্লাবের জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভার পৌর পিতা নাড়ুগোপাল মুখার্জি। উপস্থিত ছিলেন সহ পৌরপিতা স্বরূপ সাহা, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধনের পর নাড়ুগোপাল মুখার্জি বলেন সিটি ক্লাব জগদ্ধাত্রী পূজার মানচিত্রে বহরমপুর কে স্থান করে দিয়েছে। উপস্থিত সকলকে তিনি জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানান।
Categories
১৪ তম বর্ষে সিটি ক্লাবের জগদ্ধাত্রী পুজো — পৌরপিতা বললেন, ‘বহরমপুরের গর্ব এই পূজা’।