Categories
বিবিধ

বালুরঘাটের ২৩ নম্বর ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল এসআইআর ফর্ম বিলি প্রক্রিয়া।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-।সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আজ থেকে শুরু হল বাড়ি বাড়ি এস আই আর ফর্ম বিলি। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ২৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে দেখা যায়। ফর্ম নিয়ে এসে তা বিলি করা শুরু হয় প্রায় দুপুর দুটো নাগাদ। এখানে বালুরঘাট বিধানসভার ৫১ নম্বর পার্ট এর ফর্ম বিলি হয়। তবে ফর্মের পরিমাণ কম ছিল বলে জানা গিয়েছে। বিএল‌ও অমিত সাহা জানান, এদিন মাত্র ১০০ টি ফর্ম দেওয়া হয়েছে। তবে ফর্ম বিলি তে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। রাজনৈতিক দলের বিএলএ রা সহযোগিতা করেছেন।
বিএলও র সাথে বিজেপির এক জন এবং তৃণমূল কংগ্রেসের এক জন বিএল‌এ ২ ফর্ম বিলি সহযোগিতা করেন। যদিও তাদের কাছে কোন আই কার্ড ছিল না। তারা জানান, দলের পক্ষ থেকে এখনো আই কার্ড দেওয়া হয়নি। দ্রুত তা দেওয়া হবে। বিজেপি এবং তৃণমূলের দুই বিএলএ ই জানান। কোনো রাজনৈতিক বাধা বা অসুবিধের সম্মুখীন হননি। বিএল‌ও সঠিকভাবে তার কাজ করছেন। আমরা বিএল‌ও কে সহযোগিতা করছি।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *